লেখাপড়া শিখেই যদি লোকেরা মানুষ হয়
সৃষ্টির সেরা শ্রেষ্ঠ মানুষ কেন তবে উম্মি হয় ?
বর্ণমালার পরিচয় মানুষ হওয়ার শর্ত নয়
বর্ণমালার জ্ঞান লাভে স্কুল কলেজ পাশ হয়।
পাশ করা আর শিক্ষিত হওয়া এককথা নয়।
পাশ করা লোক অনেকেই অশিক্ষিত হয়।
লেখাপড়া শিখিলেই লোকে জ্ঞানী হয় না
জ্ঞান বুদ্ধি আল্লাহ্ দান অভাগারা পায় না।
মনে করে বলো দেখি কোথায় এই ভবে
লেখাপড়া শিখে রাজা হয়েছে কে কবে ?
রাজার ছেলে রাজা যদি, রাজার বাপ কি রাজা হয় ?
রাজাদের আভিজাত্যের বড়াই তবে কিসে হয় ?
টাকা কড়ি আভিজাত্যের অনুষঙ্গ নয়
আভিজাত্য কৌলিন্য ক্রয়যোগ্য পণ্য নয় ।
চোর ডাকাত ভিক্ষুকেরও টাকা কড়ি হয়
তাই বলে কি সমাজে তারা অভিজাত হয় ?
যে আমলে টাকশাল আবিষ্কার হয়নি
মানুষ কি সে আমলে ছিলনা ধনী ?
টাকাই যদি ধন হয়, মনের ধন কী ধন নয় ?
বিদ্যা বুদ্ধি প্রজ্ঞা জ্ঞান এসব তবে কি হয় ?
টাকার ধন আর মনের ধন কভূ এক হয় না
জ্ঞানীরা টাকায় ধনী ইতিহাসে কয় না।
-----------
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৫