
মানুষের কথা
হবে যদি তুমি একজন প্রকৃত মুসলমান
তবে তোমার প্রথম ফরজ অর্জন কর জ্ঞান ।
ঐশীগ্রন্থে দর্শন শাস্ত্রে আছে জ্ঞানের অবস্হান
দোলনা থেকে কবর পর্যন্ত সন্ধান কর জ্ঞান ।
জ্ঞানের ভান্ডার মহাবিজ্ঞান আল্লাহ্ কোরান
হবে যদি মুসলমান পাঠ কর এই বিজ্ঞান ।
স্রষ্টার প্রথম বাণী পড় তোমার প্রভূর নামে
তবেই তুমি জ্ঞান পাবে সফল হবে পরিণামে ।
হাদিছ বলে শহীদের রক্ত সে পবিত্র মহান
আর বিদ্যানের কলমের কালি অতি সুমহান !
বিদ্যাহীন লোক হয়না কভূ পূর্ণ মুসলমান
জ্ঞানহীন মুসলমানে পথ ভুলায় শয়তান ।
নিজেকে নিজে চিন আগে চিনবে তবেই প্রভূকে
শয়তান আর পারবে নাকো ধোঁকা দিতে তোমাকে ।
জ্ঞানহীনে পায়না কভূ সরল পথের সন্ধান
দ্বিধাদ্বন্ধে ভূলেই যায় আল্লাহ্ রাছুলের শান ।
পীরমুরীদি ব্যবসা বটে জানেনা তা অজ্ঞজন
পথহারা হতাশায় জড়ায় পীরের দু চরণ ।
শিরক করে কুফুর করে সাধিয়া পীরের মন
কোরান সুন্নাহ্ পড় তবে জানিবে তা বিলক্ষণ
আল্লাহ্ ভয় জ্ঞানের শুরু জানে যে বিজ্ঞজন
সোজা পথ পাবে যদি শরীয়া কর অবলম্বন।
-------------