
জন্মভূমির শোধ
হে আমার জন্মভূমি পিতৃ মাতৃ ভূমি
জন্মিয়া তোমার রূপ কী দেখিনু আমি !
আজ কেন নাই সেই রূপের বাহার
কোথায় হারিয়ে গেলো মাধুরী তোমার ?
মায়াকুঞ্জ মায়াশুণ্য রুদ্ধদ্বার হাহাকার !
তোমার এ বিবর্ণ রূপ নহে সহিবার ।
আজ তুমি অসুন্দর অধর্মের লীলাভূমি
অহরহ দেখি শুধু নষ্টামি আর ঠকামী !
পেটে এক মুখে আরেক এ তোমার ভন্ডামি
এতে করে লোক হাসালে নিজে হলে কমদামী !
খোদার কাছে ও মান হারালে ছোট হলে তুমি !
কেমন করে হিসাব দেবে নিকাশ যদি চাই আমি ?
কে জানিত তোমাতে যে এত দুর্নীতি !
জালিয়াতি বজ্জাতি আর মিথ্যার বেসাতি !
কপালে কলংকের টিপ পরিয়াছ তুমি
জাতের বজ্জাতির খেলায় হেরে গেছি আমি !
জীবনভর মান দিয়েছি চাইনি কোন প্রতিমান
প্রাণ দিলে পায়ে দলে গিয়েছ সে প্রাণ !
শুধু অনাদর শুধু অবহেলা শুধু অপমান
আমার জীবনে তোমার এই অবদান !
অভিযোগ রেখে যাই হে দুর্ভাগা জন্মস্হান
অপমানে হতে হবে একদিন সমানে সমান !
--------