
তুমি কে ? / আমি কে ?
নিকৃষ্ট পদার্থ হতে জন্ম হয় যার
সে-ই নাকি জীবে শ্রেষ্ঠ মানুষ নাম তার !
নামেই যদি মানুষ হয়, অমানুষ কে বা হয় ?
অমানুষের জন্ম তবে কোন্ পদার্থে হয় ?
মানুষ রূপে জন্মে যদি মানুষ নাম হয়।
অমানুষের রূপ তবে দেখতে কেমন হয় ?
নামে কিংবা রূপে যদি জীবে শ্রেষ্ঠ হয়
মানুষ আর অমানুষ কি সত্ত্বায় ভিন্ন হয় ?
মানুষের সত্ত্বার মৌল, আল্লাহতে পূর্ণ ঈমান !
বিশুদ্ধ ঈমানের পরে বুদ্ধি বিবেক আত্মজ্ঞান !
যুক্তি বিচার নীতিজ্ঞান আর পবিত্র হৃদয়
খোদাভীতি মানবপ্রীতি অন্তর প্রেমময় ।
নম্রতা সৌজন্যতা আর প্রকৃত বিনয়
এ সকলই মানুষ সত্ত্বার উপকরণ হয় !
মনুষ্যত্ব আল্লাহর দান সবিশেষ উপহার !
এর চেয়ে বড় ধন মানুষের নাই আর !
এই ধন সযতনে লালন করে ভাগ্যবান
নির্ব্বোধে তাচ্ছিল্যভরে করে তাহা প্রত্যাখ্যান !
মানুষ রূপে জন্ম নিলে আবার জন্ম হয়
মানুষ হতে না পারিলে দুজনমই বৃথা হয় !
সতত যে গলায় পরে মনুষ্যত্বের হার
তুমি আমি যে-ই হই মানুষ নাম তার !
-------------------------