বনে, দূর বনে , এখন কেমন ঝরছে পাতারা?
তুমুল ু- তুমুল রকম কি?
উড়ছে ধুলো, ঝরা পাতার সাথে , উড়ছে তপ্ত দিন ?
চৈত্র দিন?
সেই চিরকাল ধরে না দেখা বনের কথা মনে আসে
দুপুরের দিকে চোখ পড়তেই,
আজ প্রথম চৈত্র দিন
রবীন্দ্রনাথ থেকে কতো দূরে জীবন ু
তবু ঘিরে নেন রবীন্দ্রনাথ- পলকে ু
প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস-
কোন এক সর্বনাশ জীবনে ঘনিয়ে এলো না বলে-
মন কেমন করে !
১. ১৫ ই মার্চ, ২০০৭ সকাল ১১:৪১ ০
লেখা কই?ঠকান কেন আমাগো রে ?