খাই খাই করো কেন? এসো বসো আহারে,
খাওয়াব আজব খাওয়া, ভোজ কয় যাহারে।
আজ সপ্তাহের শেষ কর্মদিবস। আমার অর্ধবেলা অফিস। বাসায় ফিরে মনে হল আজ পেটপুরে খেতেই হবে। শুধু পেটপুরে নয় মন ভরে। :`>
বাঙ্গালী যতই ইংরেজী, চাইনিজ, থাই, বার্মিজ, ইটালিয়ান, আফ্রিকান, ব্রাজিলিয়ান, জাপানিজ, ভিয়েতনামি, মোগলাই খাবার খাক না কেন, আমার আজকের মধ্যাহ্ন ভোজের আয়োজন সবার সেরা। :
দ্বিমত প্রকাশ করার কেউ নেই।
এখানে আছে সাত প্রকারের ভর্তা। মুসুর ডাল ভর্তা, বেগুন পোড়া ভর্তা, চিংড়ি কলমি শাক ভর্তা, বাদাম ভর্তা, লাউবিচি ভর্তা, আর আছে আলু ভর্তা ও টাকি মাছ ভর্তা।
মাছ ভর্তার সাথে শুটকি মাছ ভর্তা টা যাবে না বলে ওটা আর একদিন হবে।