হিন্দী বলিউডের সুপারস্টারদের মুখের ভাষা।এটা শিখাটা প্রত্যেক বাঙ্গালীর জন্য ফরয।
দক্ষিন কোরিয়া ও জাপানে অনুষ্ঠিত ২০০২ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল দক্ষিন কোরিয়াতে। সেখানে দক্ষিন কোরিয়রা শুধুমাত্র তাদের সংস্কৃতিই তুলে ধরেছিল, জাপানি সংস্কৃতি নয়।তাহলে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে কেন ভারতীয় সংস্কৃতি প্রদর্শিত হবে?
আমি একটা ক্ষ্যাতের ক্ষ্যাত, গাধার গাধা, অসভ্য, অভদ্র, বর্বর, আনস্মার্ট, কারন আমি বাঙ্গালী হয়েও হিন্দি জানিনা।অথচ প্রত্যেক বাঙ্গালীর জন্য হিন্দি জানাটা ফরয।বাঙ্গালী আমাদের মাতৃভাষা, ওটা তো রিকশাওয়ালারো বলে।অন্যদিকে হিন্দী বলিউডের সুপারস্টারদের মুখের ভাষা।এটা শিখাটা প্রত্যেক বাঙ্গালীর জন্য ফরয।