লিখে দেবো সমগ্র বাংলাদেশ
আ নি স আ ল ম গী র
তোমাকে দেখার পর থেকেই অভূত এক মনো যন্ত্রণা
বুকে হাহাকার, কী যেন নেই, শূন্যতা গভীর সমুদ্র সম।
তোমার নিরবতায় হৃদয়ে ক্ষরণ লাগে, সাড়াতে উচ্ছ্বাস
মনের প্রশ্ন, বিবাহিতের অজানা অতৃপ্তির বেদনা কি তুমি?
ফোনালাপে রাত কাটে দিন আসে, বলা হয়না এর কিছুই
তুমিও জান না-এ কী দহন, অব্যক্ত কথার যন্ত্রণা কী তীব্র!
পেয়েও পাইনা তোমায়, পেতে চাইলে হারানোর ভয়
তুমি সতেরো, আমি চল্লিশ, কীভাবে বলি ভালবাসি তোমায়!
এ কেমন প্রেম, কী নাম এ সম্পর্কের, জানি না কী পরিণতি
মুঠোফোনে তোমার ছবি, সারাক্ষণ দৃষ্টি, মানুষও পায় এ অপরূপ!
সিরাজি প্রিয়ার নামে লিখে দিতে চেয়েছিল বোখারা-সমরখন্দ
কসম, তোমাকে পেলে লিখে দিতাম আমি সমগ্র বাংলাদেশ।
.................