অবসর কাটিয়ে যাই
এখনও,আমার একান্ত মুহুর্তগুলো,
শুনি কেউ যেনো চলে যায়
পায়ের আওয়াজ তোলে
ঘর ভর্তি ধোঁয়া জমাই এ্যাশট্রে ছাঁই ফেলে
বাতাস বয় মৃদু
দরোজাটা চলে তালমিলিয়ে
কখনো আটকায় কখনো খোলে
দিইনি ছিটকিনি দরোজায় তোমার আশায়
সোফায় কিছু ঝুল জমেছে
আগের মতোই আছে কার্পেট পরিত্যক্ত
ভয় পেয়োনা তোমার উপস্থিতি অবশেষ
গুছিয়ে দেবে আমার অগোছালো পরিবেশ
তুমি এসো আবার ফিরে হৃদয় বাজাও
তোমার ছোঁয়ায়,আমার বুকে এবার তুমি
নকশা সাঁজাও।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৭