তারপর
পথ খুঁজে খুঁজে
তোমার এক-একটা গল্প আমাকে
ঠেলে দিয়েছে অন্ধকারের দিকে
পথমাঝে অনেক তুচ্ছ সিগন্যাল পেয়েছি
অঝথা সময় নষ্ট করতে পারিনি কোথাও,
বিপুল আবেগ আমাকে তাড়া করে
বেড়িয়েছে সারাক্ষণ,ছুঁটে ছুঁটে চলি
দুরন্ত পবন,কোথাও মুখ গুঁজি
মরু কুটিরে,তবুও স্বপ্ন খুঁজি।
১. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৩ ০
অনন্য সাধারণ।।