আসল ক-বিতা এই খানে

চাঁদনি রাতে বদনা হাতে টাট্টিতে বসে চাঁদকে জিগাইলাম, চাঁদ তুমি কার ?
চাঁদ বলিল 'যা করতাছস কর, আমি কার হেইডা দিয়া তোর কাম কি?'
পাহাড়ের ঝর্নাকে পুছিলাম, ঝর্ণা তুমি বলতো তুমি কার?
ঝর্ণা বলিল 'আমি কামাইল্যার, কতবার কমু?'
বাগানের ফুলকে বলিলাম, ফুল তুমি কার?
ফুল বলিল 'যা দুষ্টু, তোর ঘরে বাপ ভাই নাই?'
সকালের শিশিরকে পিষিয়া বলিলাম, শিশির তুমি কার?
শিশির বলিল আমি কুয়াশার (শালার এইটাও বুকড

তখন কুয়াশাকে ম্যাৎকার করে বলিতে লাগিলাম
হে কুয়াশা তুমি কার ?
কুয়াশা বলিল "আরেকবার জিগাইলে চাপা হাটুতে লাগাই দিমু, প্রকৃতি রে চিনস?'
তখন ভয়ে ভয়ে প্রকৃতিকে বলিলাম, প্রকৃতি তুমি বলতো তুমি কার?
প্রকৃতি বলিল আমি সবার

আর যখন তোমাকে বলিলাম, প্রিয়া তুমি কার ?
তখন তুমি বলিলে,অনন্ত কাল ধরে দা-ও লইয়া যারে কোপানির জন্য
অপেক্ষার প্রহড় গুনতাছি আমি তাহার, এখন যাবি না দিমু একখান?
কিন্তু বলতে পার প্রিয়া, কোপানির আমি কেডা?

আমি তো শুধু চাঁদ রে জিগাইছিলাম এত রাতে টাট্টিখানার ওপর সে কি করে?
মসকরা পোস্ট

সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৫৫