আমি আমার প্রাইমারি থেকে বেচেলর পুরাটাই সরকারী শিক্ষা প্রতিষ্ঠান থেকে করেছি। বলা যায় ফ্রি পড়াশুনা। প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলো বা ওখানকার ছাত্র -ছাত্রীদের ব্যপারে আমার ধারনা খুব স্পষ্ট না। তবে আজকে একটা জিনিস স্পষ্ট হয়েছে , সুশৃঙ্খল আন্দোলন কাকে বলে সেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোর ছাত্র -ছাত্রীরা খুব ভালো জানে। এ ক্ষেত্রে সরকারী শিক্ষা প্রতিষ্ঠান গুলোর চেয়ে তারা ইতিবাচক ভাবে অনেক এগিয়ে। আমি মোটামুটি নিশ্চিত তারা শিক্ষার দিক দিয়েও ভালো করছে।
ভাংচুর , বোমাবাজির বাইরে আন্দোলনের নতুন একটা সংস্কৃতি তৈরি করার জন্য তোমাদের অভিনন্দন। ( যদিও এ কদিন অফিস থেকে বাড়ি যেতে অনেক কষ্ট করতে হয়েছে
----------আর যারা স্ব-প্রনেদিত হয়ে এর মধ্যে গেঞ্জাম করতে গিয়েছেন, তাদের বলব "মনটা বড় করুন "