2025 সাল। আপনি আপনার কম্পিউটাররে সামনে মাথায় হাত দিয়ে বসে আছেন। কোন কাজই করতে পারছেন না। কারণ আপনার কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেমই নেই। কিছুদিন আগেও আপনি উইন্ডোজ সিস্টেমে কাজ করেছেন। কিন্তু এখন আর তা করা সম্ভব নয়। কারণ, সেটি ছিল উইন্ডোজের পাইরেটেড কপি এবং পৃথিবীর সকল দেশে উইন্ডোজের সকল পাইরেটেড সংস্করণ একযোগে ক্রাশ করেছে।
ফলে আপনার সকল ডাটা ও ফাইল তো গেছেই আর নতুন করে করে যে এক কপি উইন্ডোজ কিনবেন তার সামর্থ্যও আপনার নেই। কারণ, সময় বুঝে মাইক্রোসফট উইন্ডোজের মূল্য আকাশে তুলে দিয়েছে। ফলে সমগ্র বিশ্বের দরিদ্র দেশগুলোতে দেখা দিয়েছে চরম বিপর্যয়। কারণ, আমাদের মত গরীব দেশগুলোর শুধু মাত্র ব্যক্তিগত ব্যবহারকারীই নয়; সরকারী পর্যায়ও সকল অফিস আদালতেই এতদিন ধরে উইন্ডোজের পাইরেটেড কপি ব্যবহার হয়ে আসছে। কিন্তু এখন কি করার আছে? দেশের সমস্ত কম্পিউটারের জন্য যদি নতুন করে অপারেটিং সিস্টেম কিনতে হয় তাহলে লাগবে অনেক অনেক টাকা।
সে অর্থ কোন ক্রমেই যোগার করা সম্ভব নয়। তাই সমগ্র পৃথিবী জুড়ে শুরু হয়েছে ভয়াবহ এক সংকট। দরিদ্র ও উন্নয়নশীল অসংখ্য দেশ রাষ্ট্র প্রধাণগণ মাইক্রোসফটের হাতে-পায়ে ধরে অনুরোধ করছে তাদের দেশকে বাচাঁনোর জন্য অন্তত পক্ষে কম মূল্যের কিংবা বিনামূল্যের একটি অপারেটিং সিস্টেম ডিজাইন করার জন্য।
আর শুনতে চান? বিস্তারিত পড়ুন এখানে ।
(বি.দ্র. এ লেখাটি ২০০৩ সালে একটি বাংলা কম্পিউটার ম্যাগাজিনে ছাপা হয় এবং তখনও উবুন্তু নামের সহজ ও ব্যবহারকারি বান্ধব অপারেটিং সিস্টেম আসেনি। উবুন্তুর জনক মার্ক শাটল ওয়ার্থ তখন স্পেস ভ্রমন নিয়েই ব্যস্ত। পড়ে অ্যান্টরটিকা ঘুরে এসে ২০০৪ সালে এই কাজে হাত দেন। তখন মূলত লিনাক্সকে জনপ্রিয় করার জন্য এটি লিখেছিলাম। আজ লিনাক্স অনেক পরিচিত ও জনপ্রিয়। তারপরও টেকি মানুষদের হয়তো লেখাটি ভাল লাগবে।)