আমি সাধারনতঃ সপ্তাহে একটি পোষ্ট দিলেও কখনও রাজনীতি নিয়ে কিছু লিখি না। কিন্তু আজকে আর কিছুতেই নিজেকে দমিয়ে রাখতে পারলাম না। বাংলাদেশ অত্যন্ত জনবহুল ও দরিদ্র একটি দেশ। যেখানে অধিকাংশ লোকই বসবাস করে দারিদ্র সীমার নিচে। অল্প কিছু মানুষের হাতে রয়েছে দেশের সকল সম্পদের চাবিকাঠি।
সাধারণতঃ যারা আমার চেয়ে বয়সে বড় তাদেঁর সম্মান করতেই অভ্যস্ত। তাই সসম্মানেই বলছি। ৬৬ পাউন্ডের কেকটি কি দরিদ্র মানুষের জন্য দুমুঠো ভাত হিসেবে দেওয়া যেত না?
হয়তো দেশের ভাগ্য আমুল পরিবর্তনের সুযোগ কখনই আমার হাতে আসেনি কিন্তু এই নেত্রীর কাছে এসেছিল দুইবার। হয়তো ভবিষ্যতেও আসবে। আসা করি আমরা এই ছবি দুটি মনে রাখবো।

যেহেতু আমাদের স্মৃতি গোল্ড ফিশের চেয়ে প্রখর নয় (সূত্রঃ হুমায়ুন আহমেদ/প্রথম আলো)। তাই এই পোষ্ট। কোন সমর্থকের মনে বিন্দু মাত্র কষ্ট দিয়ে থাকলে কর জোরে ক্ষমা চাইছি।