আজকাল অনেকেই হয়তো এমন কোন ইমেইল পেয়ে থাকেন। যেখানে আপনা সদ্য সমাপ্ত বা অসমাপ্ত থিসিস কে VDM-Verlag বা Lambert Publishing হাউস নামের একটি প্রতিষ্ঠান বই হিসেবে প্রকাশ করার আগ্রহ প্রকাশ করেছে। আপনি তো চরম আনন্দিত। কিন্তু আসল ঘটনা কি?
- ভাল ব্যপার হলো তারা আপনার থিসিসের একটি কপি বিনে পয়সায় প্রিন্ট করে দিবে।
এর বিনিময়ে আপনাকে দিতে হবে-
- আপনার পুরো নাম ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদি, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর (র্যায়ালটি ট্রান্সফারের জন্য)। অর্থাৎ আপনার পুরো আইডিন্টিটি। যা পরবর্তীতে আপনাকে আইডেন্টিটি থেফট (পরিচয় চুরি) এর সমস্যায় ফেলতে পারে।
- তারা কোন রকম রিভিউ করে না। এই ধরণের পাবলিকেশনের কোন অ্যাকাডেমিক মূল্য নেই। বরং যদি রিজিউমে উল্লেখ করেন তবে তা ভাল চোখে দেখা হয় না!
- কোন রকম র্য়্যালটি পাওয়ারও সম্ভাবনা নাই। কারণ তারা অতি চড়া দামে বইয়ের বিজ্ঞাপন দেয় আমাজনের বই বিক্রি সেকশনে। যা বিক্রি হওয়ার সম্ভাবনা নাই।
উইকিপিডিয়া থেকে কপি পেষ্ট করে ছাপানো বই- ঘানার ইতিহাস! এই প্রকাশন থেকে আলফা পাবলিশ নামে
- সবচেয়ে ভয়াবহ ব্যপার হলো কোন রকম প্লাজিয়ারিজম চেকিং তারা করে না। তাদের মরিশাস ভিত্তিক অফিস থাকার এটাই কারণ। জার্মানীতে এই নিয়ম খুবই করা। তাই মরিশাস ভিত্তিক অফিস। যেখানে দুনিয়ার স্প্যামারদের স্বর্গ।
তাই সস্তায় বই ছাপিয়ে লেখক বনে যাওয়ার স্বপ্নে যারা বিভোর। তারা একটু সতর্ক হবেন কিন্তু!
সূত্রঃ
[১] http://en.wikipedia.org/wiki/VDM_Publishing
[২] http://chrisnf.blogspot.com/2009/06/academic-spam.html
[৩] http://www.writingnetwork.edu.au/content/email-lap-offering-publish-my-masters-thesis
[৪]http://www.hu.mtu.edu/~wkzander/?q=node/29
[৫] http://littlecomputerscientist.wordpress.com/2009/06/04/investigating-lambert-academic-publishing-with-google-square/