আজ সকাল দশটায় চৌধুরীবাড়ী থেকে গুলিস্থান যাওয়ার জন্য বেকার পরিবহনে উঠলাম...ব্যক্তিগত কিছু কাজের জন্য ঢাকার বিভিন্ন স্থানে যেতে হবে।
গুলিস্থান নেমে মেগাসিটি পরিবহনে অনেক ভীড় ঠেলে উঠলাম কাঁটাবন ঢালে যাওয়ার জন্য ওখানে বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়া (বিজেম)-এ আমার ব্যক্তিগত কাজ শেষ করে আসলাম আজিজ সুপার মার্কেটে।
পথে যাওয়ার সময় অনাকাঙ্গিতভাবে আমার এক সহপাঠী ফোন করে, অপরিচিত নম্বর। ওপাশ থেকে পরিচয় দেয়ার পর চিনলাম। ফোনে বন্ধুটি জানালো আজিজ সুপার মার্কেটে ওর অংকুর ভিজ্যুয়াল কমিউনিকেশন নামে একটি বিজ্ঞাপন নির্মাণ প্রতিষ্ঠান রয়েছে। তাই দুপুর একটায় আজিজ সুপার মার্কেটে পৌঁছালাম, সমুচা আর বোতলবন্ধী ঠান্ডা কোমল পানীয়র সাথে-সাথে অনেক দিনের জমানো কথা শেয়ার করলাম। আলাপ শেষ হতে চায় না, তবুও শেষ করতে হলো ইচ্ছের বিরুদ্ধে।
হেঁটে-হেঁটে শাহবাগ মোড়। লোকাল বাসের যাত্রী...অতপর নীড়ে ফেরা।