সিডনী তে ওপেন কিন্তু কোন বাঙালী দম্পতিকে কখনো দেখিনি জড়াজড়ি করে ট্রেনে বা বাসে বসে থাকতে। এই বছর শুরুতে যখন দেশে গেলাম, একদিন দিনে-দুপুরে পাবলিকভরা বাসে একটা ছেলে ও একটা মেয়ে যেভাবে সামনের সীটে জড়াজড়ি করে বসে ছিল, তাদেখে আমি অবাক হয়ে গেলাম। শুধু কাঁধে হাত রেখে বসে থাকলেও একটা কথা ছিল। কিন্তু পেছন থেকে দুইজনকে একজন মনে হচ্ছিল। রিকসায় , সিএনজি তে বা পার্কে এসব অনেক দেখেছি কিন্তু পাবলিক বাসে দিনে-দুপুরে!!!! পোলাপান আজকাল অনেক বেশী সাহসী হয়ে গেছে!!!
দেশে থাকতে টুকটাক প্রেম আমরাও করেছি। রিকসায় বান্ধবীর হাত ধরে বসা, সিএনজিতে তিনজনের সীটে দুইজন গাঁঘেসে বসা, এই যা। ট্র্যাফিক সিগন্যালে রিকসা বা সিএনজি থামলে আবার ভদ্রমানুষ।কিন্তু পাবলিক বাসে এতো মানুষের সামনে এইটা একটু বেশি হয়ে গেল না?
যাইহোক, নির্বাচনের সিজনে একটা বেহুদা পোষ্ট দিলাম। কিছু মনে কইরেননা।