বিশ্বে বছরে ১.৫ মোবাইলের আবির্ভাব ঘটছে। চলছে অদলবদল চর্চা। শুধু যুক্তরাজ্যে প্রতি বছর ৬০ কোটি ইলেকট্রনিক পণ্য বর্জ্য হয়ে উঠছে। কারন দেশগুলির গড় মাথাপিছু আয় এতটাই সন্তোষজনক যে,বিনোদন পণ্য ব্যবহারে তারা অনেক বেশি ফ্যাশনেবল।অর্থ ব্যয় তাদের মাথাব্যথার কারন নয়।যেমনটি উন্নয়নশীল দেশে অবাস্তব।তবে উন্নয়নশীল দেশের মানুষ উন্নত বিশ্বের মানুষের ব্যবহৃত পণ্য ব্যবহারে বেশ অভ্যস্ত তুলনামুলক কম দামে আকর্ষনীয় পণ্য প্রাপ্তিই যার প্রধান কারণ।বিফা ওয়েস্ট সার্ভিস মুখপাত্র ফিল জানান,বিশ্বের মোট ব্যবহৃত মোবাইলের মধ্যে মাত্র ১৫ % পুনরায় উৎপাদনের কাজে ব্যবহারযোগ্য।পণ্য বদলে প্রতি বছর প্রায় ৩০ কোটি ইউরো ব্যয় হয়। ফ্যাশন প্রবণতায় যার মুখ্য কারণ ।
পুরনো পণ্য বাজেয়াপ্তি বা নষ্ট করার নজির স্থাপন করে জাপানি কম্পানি ফুজিৎসু


বাংলাদেশেও যে পরিমাণ মোবাইলের প্রসার হচ্ছে তাতে আগামী ৫ বছরের মধ্যে দেশ মোবাইল পণ্যের বর্জে ছেয়ে যাবে।পরিবেশ হয়ে পরবে মানব স্বাস্থ্যবিরোধী
