দেখেছ কি ঢাকার আজকের সকালটাকে ?
রাত্রির অন্ধকারের পাপকে ঘৃণা করে,
আলোর পথে রঙিন খেলা খেলে;
রক্তিম সূর্যটা উঠেছে আকাশের বুকে।
চেয়ে দেখেছ কি নীল আকাশপানে?
ভোরের শুভ্র আকাশের সপ্নীল ক্যানভাসে,
দ্বন্দ্ব বিবাদ নয়, ভালবাসার টানে;
চন্দ্র সূর্য খেলছিল নীল বিছানাতে।
অনুতাপ আর অনুশোচনার বিদগ্ধ দহনে
নিঃসঙ্গ প্রতীক্ষা প্রহরের ইতি টেনে
সীমানা পেরিয়ে অনন্ত জীবনের নীড়ে,
ফিরছে আচিন পাখি মুক্তির স্বাধে।
কতকাল পরে হবে হৃদয়ের সকাল ?
ভালবাসার নীল আকাশে, আমরা মিলেমিশে;
খেলবো আপন খেলা, গোপন অভিলাষে;
আসবে নতুন জীবন, সপ্নের জয়গানে।
ফিরে এসো, ও আমার সুখপাখি;
ডাকছি তোমায়, বাড়িয়েছি হাতখানি
এখনো কি আমায় ক্ষমা করনি?
জানি,ক্ষমার অযোগ্য আপরাধী আমি,
তবুও হৃদয়ের ডাক শুনতে কি পাওনি?
তোমায় ছাড়া শূন্য ভালবাসার স্বপ্নবাড়ী।