আমি একটি সমিতি করেছি ৪মাস হলো। সদস্য ৩৭ জন। প্রতি মাসে প্রফিট ভাগ করে দিচ্ছি। গত কয়েক মাসে বেশ ভাল লাভ দেওয়া হয়েছে। জন প্রতি সদস্য আমাকে দেয় টাকা ১০,০০০ আমি মাসে প্রফিট দিয়েছি মাসে ১০০০ করে।
কি করে এত লাভ দিলাম!
প্রথমত আমার এলাকায় সবাই ব্যাংক থেকে লোন নেয়। আমি সবাইকে বলেছি বিপদে আপদে আমাদের কাছ থেকে লোন নেওয়ার জন্য।
গত মাসে ২টা লোন নিয়ে ২ টি মেয়ে লেবানন যায়। একজন তার মেয়ের জন্য বই কিনে। আরেকজন জরুরী ভিত্তিতে টাকা নিয়ে হাসপাতালে যায়।
এ মাসে কয়েকটি রিক্সা কিনে গরীব মানুষকে দেব। কিছু ল্যান্ড কিনেছি আশা করি ভাল লাভ হবে।
গত মাসে সমিতির লাভ হইতে ছোবহান একাডেমীর সকল বাচ্চাদের ফ্রি সিলেবাস দেওয়া হয়েছে। শিক্ষা খাতে আরও কিছু টাকা বরাদ্ধ আছে।
উপজেলা সমবায় সমিতি অফিসার মো: আলী আকবর বলেছে শিঘ্রই আমাদেরকে রেজিস্ট্রশন দেওয়া হবে। সবাই দোয়া করবেন যাতে এভাবে আমরা সব সময় একতায় থাকতে পারি এমনকি সমাজের অনেককে উপকার করতে পারি।