যারা হল লাইফের মজা হতে বঞ্চিত।তাদেরকে বলছি।
তারা শুধু হল লাইফের মজাটাই মিস্ করেন না।মিস্ করেন নিজের বাসায় জামাই আদর পাবার সুযোগও

এইতো গতকাল মিড্টার্ম এক্সাম শেষে বাসায় এলাম।আসার পর হতে শুরু হল নিজের বাসাতেই আমাকে নিয়ে মেহমানদারি।এবার প্রায় অনেকদিন পর বাসায় এলাম।তাই মা বাবার সাথে অনেকক্ষণ বসে কথা বললাম।তারপর স্যার হুমায়ূনের "রূপা" বইটা হাতে নিয়ে নিজের রুমে শুয়ে পড়তে লাগলাম।তারপর হতে শুরু হল জামাই আদর পর্ব।
মা এই খাবার নিয়ে আসেন,ওই খাবার নিয়ে আসেন।বাবা বাইরে থেকে এটা আনেন,ওটা আনেন।ছোটভাই কি করবে না করবে তা নিয়ে অস্থির।আমিও সবাইকে খুশি রাখার জন্য সবকিছু খেয়ে যাচ্ছি,আর আমার ভুড়িটা আরও বড় করছি।

আসলে নিজের বাসায় সবকিছুই মজা।নিজের বাসায় নিজের ফ্যামিলির সাথে থাকার যে কি আনন্দ তা শুধু তারাই বোঝে যারা ফ্যামিলি হতে দূরে থাকে।অনেকদিন পর বাসায় এসে তাই অনেক বেশি মজা লাগছে।আর তার উপর পাচ্ছি এই জামাই আদর।আহা!জীবনটা কতইনা মধুর....