
নজরুল একাডেমী প্রতি বছরের মতো এবারও আয়োজন করতে যাচ্ছে বর্ণাঢ্য নজরুল মেলা’র। নজরুল একাডেমী প্রাঙ্গণে আগামী ১৫ ও ১৬ই জানুয়ারি দুই দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। বিকাল পাঁচটায় শুরু হয়ে রাত দশটা পর্যন্ত চলবে এই মেলা। যেখানে স্থান পাবে একাধিক বই স্টল ও অডিও-ভিডিও স্টল। এ উপলক্ষে গতকাল প্রেসক্লাবে আয়োজন করা হয় একটি সংবাদ সম্মেলনের। এতে উপস্থিত ছিলেন নজরুল একাডেমীর সহ-সভাপতি সৈয়দ আখতার ইউসুফ, সম্পাদক (আন্তর্জাতিক) ম. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মিন্টু রহমান, অধ্যক্ষ খালিদ হোসেন, প্রচার সম্পাদক রেজা মতিন, মহিলাবিষয়ক সম্পাদক রুখসানআরা এবং প্রচার যুগ্ম-সম্পাদক নাজনীন মহল অঞ্জনা। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় থাকছে গবেষণামূলক নজরুল একাডেমী পত্রিকা, নজরুল পোস্টার, ছবি সংবলিত গেঞ্জি, নজরুল সংগীতের আদি গ্রামোফোন রেকর্ড, বিষয়ক শিল্পীদের গাওয়া স্বাধীন বাংলা বেতারে প্রচারিত চারটি গানের ঐতিহাসিক গ্রামোফোন রেকর্ড, নবীন-প্রবীণ নজরুল শিল্পীদের প্রকাশিত অডিও-ভিডিও সিডিসহ আরও অনেক চমকপ্রদ জিনিস। সম্মেলনে জানানো হয়, নজরুল একাডেমী থেকে কাজী নজরুল ইসলাম ললিতকলা বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে চলতি শিক্ষাবর্ষে নজরুল, উচ্চাঙ্গ, নৃত্য, ফাইন আর্টস ও সাধারণ বিদ্যালয়ের পাশাপাশি সংযোজন করা হয়েছে রবীন্দ্র সংগীত, লালনগীতি, লোকসংগীত, বাদ্যযন্ত্র ও আবৃত্তি কোর্স। আগামী দুই বছরের মধ্যে এটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সকল কার্যক্রম এরই মধ্যে নেয়া হয়েছে।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:০৪