০১. এক মানসিক রোগের হাসপাতালে রোগিদের পরীক্ষা নেয়া হচ্ছে। পরীক্ষাটি এমন যে, একটি সুইমিং পুল আছে, কিন্তু পানি ছাড়া। এখন রোগীদেরকে সেইখানে উচু পুল থেকে লাফ দিতে বলা হবে। যারা মোটামুটি সুস্থ তারা ব্যাপারটি বুঝবে এবং লাফ দিবে না। কিন্তু যারা এখনো অসুস্থ, তারা বুঝবে না এবং লাফ দিবে। এখন প্রায় প্রত্যেকেই না বুঝে লাফ দিয়ে কারো হাত, কারো পা ভাঙলো। শেষে একজন পুলে গিয়ে দাড়িয়ে রইলো, লাফ দিলোনা। ডাক্তার ভাবলো, এই রোগীটি অনেকটা সুস্থ। রোগীটিকে নামিয়ে এনে বলা হলো, "অভিনন্দন! তুমি বাকিদের তুলনায় উন্নতি করেছো। " তারপর ডাক্তার আবার জিজ্ঞেস করলেন, "আচ্ছা, বলোতো, তুমি লাফ দিলে না কেন?" তখন মানসিক রোগীটি উত্তর দিলো, "আমিতো সাঁতার জানি না।"
০২. এক মানসিক রোগের হাসপাতালে একজন রোগী Bathtub-এ ডুবে আত্মহত্যা করতে গেলে আরেকজন এসে তাকে বাচায়। ডাক্তার ব্যাপারটি জানতে পেরে খুব খুশি হন। তিনি রোগীটিকে ডেকে পাঠান এবং বললেন, "তুমি খুবই ভালো কাজ করেছ। কিন্তু তুমি শুনে দু্ঃখ পাবে যে, তুমি যাকে বাঁচিয়েছ, সে তার কিছুক্ষণ পরই আবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।" তখন রোগীটি বললো, "না! সে তো আত্মহত্যা করেনি। Bathtub-এর পানিতে ভিজে গিয়েছিলো দেখে আমি তাকে শুকোতে দিয়েছিলাম।"
*** *** *** ***