উৎসর্গ_২০১০
রোজ ভালবাসা এসে উঁকি দিয়ে যায় মনের জানালায়
কালো বিড়াল ওৎ পেতে থাকে শিকারের আশায়
বিদীর্ণ অন্ধকারের বুকে আশ্রয় মেলে ছিঁচকে চোরের।
ভালবাসার প্রবল স্রোতে ঢেউ খেলে মনের নদীতে
রূপালী রোদ হেসে উঠে প্রেমিকার অঁধরে
স্নিগ্ধ গগনে রংধনু ফানুস উড়ায় নীলিমা বেলায়।
রোজ ভালবাসা এসে লুকোচুরি খেলে চুপিসারে অন্তম ক্ষণে
স্বপ্নডানায় প্রজাপতি উড়ে জোনাকির সনে
কালিমা মুছে যায়-ধাবিত হয় ভালবাসা।
প্রেমকুঞ্জে প্রস্ফুটিত হয় ভালবাসার প্রথম প্রহর
সদ্য ফোটা হাস্যেজ্জ্বল রক্তিম লাল গোলাপ।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২১