আবদুর রব
কোথায় রেখেছি খুঁজে না পেয়ে ঘুরতে থাকি
ভুলে যাই কি খুঁজছিলাম।
একা একা বসে তুলি চালাই নিজেরই মুখে
লুকিয়ে ফেলি তিল জন্মদাগ।
মনে মনে মাকে স্মরণ করি,
প্রকৃতিকে নিজের ভেতর বন্দী হয়ে যেতে দেখি
গল্পগুলি ফিকে হয়ে আসে;
সব কথা ঠিক মতো মনে পড়ে না-
মন যেন বিস্মরণীর পারাপার;
কোথায় শুরু কোথায় শেষ,
তার দায়দেনা বইবার নেই কোনো ইচ্ছা;
সব যেভাবে আছে সেইভাবে ফেলে রাখা যায়,
অথবা হয়তো আরো কিছুটা গুছিয়ে বলা যায়,
কিন্তু কি লাভ?
ধারণাগুলি জলাঞ্জলি দিয়ে আকাশের দিকে চেয়ে
দিব্যি বেঁচেবর্তে থাকা যায়
ভালমন্দ কতটা আর প্রভাব ফেলে
যখন এ-হৃদয় আনমনা!
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৮