১) টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ)'কে সচল করে সকল আমদানীকৃত পণ্য (সরকারী/বেসরকারী) তদারকী করতে হবে, বিক্রয় মূল্য নির্ধারণ করে দিতে হবে।
(বর্তমানে অনেকেই গলাকাটা লাভের নিশ্চয়তা নেই বলে পণ্য আমদানী বন্ধ রেখেছে।)
২) কৃষিক্ষেত্রে বিশেষ করে ধান, পাট, ইক্ষু চাষে স্বনির্ভরতা অর্জনের বাস্তব পদক্ষেপ গ্রহন করতে হবে।
৩) বর্তমানে বন্ধ পাটকলগুলো পূণচালুকরণসহ পাটশিল্প বিকাশে বাস্তব পদক্ষেপ গ্রহন করতে হবে।
৪) দেশের আগামী প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে কমপক্ষে অষ্টম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক একমূখী শিক্ষা চালু করতে হবে। (বর্তমানে কেউ মাদ্রাসায় পড়ে হচ্ছে পাক-আফগান প্রেমী, কেউ ইংলিশ মিডিয়ামে পড়ে হচ্ছে পশ্চিমাদের অন্ধ ভক্ত এবং সাধারণ শিক্ষা যারা নিচ্ছে তারাও সুশিক্ষার অভাবে কেবল চাকরী, অর্থ, সুযোগ সন্ধানী শ্রেণীতে পরিণত হচ্ছে।)
............ চলবে (একমত হলে কেউ আওয়াজ দেবেন)
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০০৭ সকাল ৯:৪৬