হ্যাঁ। আমি পারিনি। আমি পরাজিত, মা। আজীবন দুঃখের সাথে যুদ্ধ করেছো তুমি। এখনো করে যাচ্ছ। তুমি বীর মা। কিন্তু তোমার ঔরসে ধারন করছো, এমন একজনকে, যে তোমার ঔরসজাত হবার যোগ্যতা রাখেনা।
তোমার যুদ্ধের দায়িত্ব আমার কাঁধে তুলে নেবার কথা ছিলো, আমিও তাই চেয়েছলাম। কিন্তু ভয়ংকর একটি ভুলের কারনে, আজ তোমার সন্তান তোমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। শুধু তুমি কেন, এ ধরাতে পা রাখার যোগ্যতাও হারিয়েছে সে।
আমি পরাজিত মা। আমি রিক্ত। আমাকে ক্ষমা করো। তোমার মুখে হাসি ফোটাতে পারিনি মা, আমাকে ক্ষমা করো।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১০ বিকাল ৫:২০