থেমেগেছে কোলাহল , মধ্যরাতের এই নীল চাঁদ
আর ফেলে আসা কিছু বিরহী প্রহর কিছু জমা কান্না
বুকের শহরে থমথমে অন্ধকারে পরিচিত ছায়া হয়ে
আমায় ফেরি করে নেয় বাজারি মেয়ের মতো।
সুদ-আসলের মায়াজালে তবু পরেরই,
কিছু অংক বরাবরি অসমাপ্ত থেকে যায়
ভালবাসাগুলু তাই ঘৃনা না হয়ে হয় প্রতিশোধ।
থেমে যাওয়া বৃষ্টির শরিরঘেসে মেঘের আবিরে
আজ আর প্রেম নেই তবু যেনো অতৃপ্ত সংগম হয়
মেঘের বুকে মাথা গুজে দেয় বৃষ্টি আনমনে।
যদি রোদ হয়ে নেমে আসো তুমি এই শহরে ,
হয়তো শেষ হবেনা বিরহের , কান্না থামবেনা
মিলে যাবেনা অসমাপ্ত অংক কিংবা ভালবাসা,
তবে আমি বেঁচে থাকবো তোমাকে কাছে পাবার সুখ নিয়ে।
উৎসর্গ: আমিনুর ভাই, জাদিদ ভাই , ইভান ভাই, অভি আর আরমান আপনাদের খুব খুব খুব মিস করছি।