দ্বিধার শহরে একজন পলাতক
দেয়ালের ওপারে অদেখা ভুবন
এপারে আমার জীবন
চোখের পাতায় রঙ্গিন নৃত্যে
অবুঝ আত্মার দির্ঘায়িত পথ,
বেঁচে থাকা মানে সুখ অসুখের হেলুসিনেশন ।
রূপসী রাতের সরল যন্ত্রনায়
সাধ্বী জোৎস্নার গায়ে শুভ্র আগুন
দগ্ধ দহনে অচিন সমর্পণ,
আত্মার ক্ষুব্ধ মুর্তি সম্যুখ হয়ে
কি নিদারুন পারদর্শীতা আহা
বেহালার সুরে সুখ আর সুখ।
রুদ্ধ এ বিকেল খুব অপাঠ্য
অবসাদের সুধা... বাকিটুকু পড়ুন