গারো নীল রং গড়িয়ে পরছে, নীলের মাঝে হারিয়ে যাচ্ছে একটা দরজা,
মনে হচ্ছে ওখানে একটা ঘর আছে। অসম্ভব বুকে চাপধরা নীল সবুজের মেলা...একদিকে কিছু ময়ুরের পালক ।...আবার নীলে ভরা...হয়তো বা ওটা গাছ বা হতে পারে অন্যকিছু ..এমন একটি তেলরং ছবির দিকে তাকিয়ে আছি, অনেক মনোযোগ দিয়ে।...আমার বোনটা অধীর আগ্রহে তাকিয়ে আছে আমার দিকে ।...আমি কি বলি...কি বুঝলাম জানতে।..যখন কেউ আমার কাছে জানতে চায় কি বুঝলাম,,,কেমন হয়েছে ....নিজেকে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়.....তাই অনেক ভেবে চিনতে জবাব দিতে চেষ্টা করলাম.....কিন্তু কেমন যেন মনখারাপ করা ছবি...বেশি গম্ভীর লাগছিল ছবিটাকে।...কি যেন আছে যা আমি বুঝি না...পারলাম না কোনো জবাব দিতে...ওর কাছে জানতে চেলাম ...হঠাৎ ময়ুরের পালক কেনো.......
ওর চিন্তাগুলো আমার মন ছুয়ে গেল...ওর আর আমার ভাবনার রং মিলে গেলো.....
ময়ুরের পালক যেন এক সংসার জীবন....একটা ঘর......যার মধ্যে আছে এক রহস্য...মায়া, ভালোবাসা,কষ্ট। পালকের রং টা যেন একটা মরীচিকা...যেমনটা একটা সংসার..সুখ পাবার মরীচিকা।পালকের এই রংটা খুজি ...ঠিক এই নীল রং টা,সবুজ রংটা ....পাইনা খুঁজে ।..বেদনার রং নীল...যার মধ্যে আছে কষ্টের এক ছায়া.....ময়ুরের পালকের রঙের মাঝে আছে এক ভালো লাগার ছোয়া।...সংসারও এক মায়ার জায়গা...কি যেন খুঁজে ফিরি...কিছু পাওয়া না পাওয়ার আশায় ....
....ময়ুরের পালকের রংটা যেন মনকে এক রহস্যে টানে...পালকের মাঝে আছে এক মায়ার আবেশ , ভালো লাগার পরশ, না পাওয়ার কষ্ট, লুকিয়ে আছে এক রহস্য ...
... কি সুন্দর এই রঙের তুলিতে রাঙ্গানো ভাবনাগুলো..ভাবতে ভালোই লাগে এই রঙিন ধূসর ভাবনাগুলো...
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১০ রাত ২:০৭