জীবন হলো ধৈর্য পরীক্ষা। পৃথিবীটা হলো একটা রণক্ষেত্র। বেঁচে থাকার প্রতিটা মুহর্তই সংগ্রাম। সামনে এগিয়ে চলার প্রতিটা পদক্ষেপই একটা যুদ্ধ। একটা পৃষ্ঠা পড়ে পরীক্ষা দেওয়াটা এক কঠিন সংগ্রাম... প্রয়োজন হয় রিডার, রাইটার, পারমিশন, সহযোগিতার পরিবর্তে পেতে হয় অপমান,হয়রানি আর কষ্ট।স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখাও যেন একটা সংগ্রাম। ধৈর্য আর সহ্য ক্ষমতা যেন জীবনের বেঁচে থাকার সবচেয়ে বড় শক্তি, জীবন সংগ্রামে টিকে থাকার অস্ত্র. এটাই তো জীবন...এটাই তো পৃথিবীর আসল রূপ। ওদের দেখি আর অবাক হই...কোথায় পায় ওরা বেঁচে থাকার এত শক্তি!.. ..ওদের সামনে নিজেকে নির্বোধ মনে হয় ...অসহায় লাগে...তাই ওদের থেকে আমি শুধুই শিখি।
ওরাতো দেখেনি ফাগুনের রং, বসন্তের রূপ, উৎসবে মেয়েদের রঙিন টিপ...তারপরও হয়তো ওদের কাছে পৃথিবীর রূপটা আমার চোখে দেখা রূপ থেকে অনেক সুন্দর, অনেক বেশি রঙিন. আকাশটা হয়তো অনেক বেশি নীল, পাতাগুলো হয়তো অনেক বেশি সবুজ, ফুলগুলো হয়তো অনেক বেশি রঙ্গে ভরা। ওরা তো মানুষের সৌন্দর্য দেখে না....কালো না ফর্সা, মোটা না শুকনা,বেটে না লম্বা ...ওরাতো দেখে মনের সৌন্দর্য ...ওরা দেখে হৃদয়ের আলো দিয়ে.....অন্য একটা হৃদয়কে ... তাই ভয় পাই ওদের চোখ হতে...যদি আমার চোখ দিয়ে এই পৃথিবীটাকে অনেক কুৎসীত দেখায়... !!
তাই ওরা আমার কাছে দৃষ্টি প্রতিবন্ধী বা অন্ধ নয়। ওদের আমি বলি আলোকবর্তিকা ...আমার চলার পথের আলো...
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪৮