Despicable Me 2 দেখলাম, সিনেপ্লেক্সে ৩ডি তে।
১ম পার্ট এ ক্যারাকটার গুলো ডেভেলপ হয়েছিলো, সেই হিসেবে আগে দেখা থাকলে ভালো। তব এদেখা না থাকলেও ক্ষতি নেই। গ্রু - এক্স ভিলেইন (যে বর্তমানে স্নেহময়ী পালকপিতা ৩টা কিউট মেয়ের) এখন জেলির ব্যবসা করতেসে। কিন্তু এন্টি ভিলেইন লিগের দরকার হয়ে দাঁড়ায় তাকে। এজেন্ট লুসির চেষ্টায় সে শেষমেষ জয়েন করে। কিছু লোক সাসপেক্ট, এদের মধ্যে কেউ একজন ভিলেইন। তাদের থেকে গ্রু কে বলতে হবে যে কে সেই ! যেহেতু ও আগে ভিলেইন ছিলো, তাই বলতে পারবে হয়ত। গ্রু গেলো, সবাইকে দেখলো। শেষ, সে বুঝে গেলো যে অমুক তমুক ভিলেইন না। কিন্তু কিভাবে?
সেই প্রশ্নের উত্তর জানতে হলে মুভিটা দেখে নিজে চেষ্টা করতে পারেন। আমি এখনও চেষ্টাই করতাসি। পেলামনা এনসার।
দেখার অনুভূতি হলো - মোটামুটির একটু নিচে। শুরুর দিকে বোর হয়ে যাচ্ছিলাম। মূল কাহিনীর সাথে এত ফালতু এক্ট, খুব প্যারা লাগতেসিলো। মূল কাহিনীর ত ১টা বিন্দু টুইস্ট নাই। তবে আশেপাশের বাড়তি এক্টস মুভিটাকে টেনে নিয়ে গেছে শেষ পর্যন্ত।
** এনিমেটেড মুভি দর্শকদের স্টার অভিনেতা নেত্রী, সেক্সি মেয়ে দিয়ে টানতে পারে না। এই মুভিগুলা টেনে রাখে অসাধারণ ভিজুয়াল ইম্প্রেশান, সুন্দর প্লট, আনকমন কাহিনী, ফানি ডায়লগ দিয়ে। ফানি ডায়লগ ছাড়া এই মুভিতে আর কিছুই ছিলো না।
১) গ্রু ভিলেনকে খুঁজে বের করসে কারণ সে আগে একে দেখসে কোন এককালে। আর এমনি এমনি বুঝছে যে অমুক তমুক আসলে ভিলেন না। এখানে বুদ্ধির কোন ছাপ নাই,মূল কাহিনীর কোন টুইস্ট নাই।
২) এজেন্ট লুইস দেখতে সুন্দর না। এনিমেটেড ক্যারাকটার তাও লিড নাইকা যদি দেখতে পাপাই এর অলিভের মত হয়, আর পুরো মুভি জুড়ে ঢং করে তাহলে ধৈর্যে কুলায় না। ব্যাপক বিরক্ত আমি। শুধু তার ঢং আর ঢং।
৩) বেশ কিছু ফানি জায়গা আছে। ফানি ভিজুয়াল ইমপ্রেশান আছে। কিন্তু ওভারল ভিজুয়াল ইম্প্রেশানটা বোরিং। চিকন চিকন পা, বড়ো মাথা নাকের শরীর, কুৎসিত লোম অলা শরীর, বোরিং কস্টিউম - এসবই কী এনিমেশনকে চাইল্ডিশ করার জন্যে করা? নাকি ফানি করার জন্যে করা? যেই জন্যেই হোক নিঃসন্দেহে ব্যর্থ। পুরোপুরি ব্যর্থ। বাচ্চাদের, টিনএইজদের অনেক কমডি আছে যেখানে এধরণের ড্রয়িং লাগে না।
আমি প্রচুর এনিমেশান দেখি, শুধু হলিউড না। জাপান, ব্রাজিল, ফ্রান্স সহ অন্যান্য দেশের। শুধু হলিউডেই এইসব ফাজলামি দেখা যায়।
৪) ভিলেইনটা ক্যানো ভিলেইন ? মানে এত কিছু ও ক্যান করে? কখনই ওকে ভিলেন লাগে নাই।
৫) শেষে নায়িকাকে মারার জন্য এত রকেট মকেট ম্যানেজ করে ক্যান? গুলি করলে কী হইত? ও না ভিলেইন ?
৬) ফানি ডায়লগ ছিলো। হাসছি অনেক খানে। তবে, বুদ্ধিদীপ্ত ডায়লগ ছিলো না।
৭) ফ্রেঞ্চ টোনে নায়ক গ্রু এর ইংলিশ বলানোর দরকারটা কী? বিরক্ত লাগে। শটিভ ক্যারেলকে দিয়ে করানোর দরকারটা কী? চরিত্রটার জন্মই হইসে এডাম স্যান্ডলারের জন্যে। ওর ভয়েসে অসাম মানাতো। আর এই টোন দেয়াটা আদৌ খুব দরকার হলে এন্টোনিও ব্যান্ডারাসকে টানতে পারত। পুসি (বিলাই) ইন বুটস এ ওকে দারুণ লাগসিলো।
৮ ) আর মিনিয়নস !! সবচেয়ে বড়ো আকর্ষণ মুভির। বেশিরভাগ ক্ষেত্রেই আরোপিত ভাড়ামো করে গেছে। দুয়েকটা জায়গায় মজা পাইসি। তবে আরোপিত ভাঁড়ামো থেকে এরা বের হতে পারে নি।
কী মুভি ! প্লট কমন, নায়িকা ব্যর্থ, ভিলেইন ব্যর্থ, কাহিনী হালকা, থ্রিল নাই, কাউকে দেখেও আরাম লাগে না। শুধু কিছু ফানি ডায়লগ। শেষ। সিনেপ্লেক্সে দেখার মত না। তবে ঘরে বসে ডিভিডি রিপ দেখলে কোন মতে টাইম কাটবে।
ইদানীং দেখলাম এইটা নতুন হাইপ, মানুষের থেকে শুনে শুনে অনেকেই এনিমেশনের উদীয়মান ফ্যান। কিন্তু উনারা ঠিক বুঝেন না যে, এই এনিমেশন আর সেই এনিমেশন এক না! আমরা যেই এনিমেশনের ডাই হার্ড ফ্যান সেগুলো টিনএইজ থেকে ম্যাচিউর দের জন্য করা। জটিল কাহিনী, সেক্স, ভায়োলেন্সে ভরপুর। সে যাই হোক, নতুন হাইপের উপর ভর করে Despicable Me 2 অবভিয়াসলি ওভার রেটেড।
আলোচিত ব্লগ
ভারতীয় পতাকার অবমাননা
বাংলাদেশের ২/১টি বিশ্ববিদ্যালয়ে ভারতীয় পতাকার অবমাননা আমার কাছে ছেলেমী মনে হয়েছে। ২০১৪ সাল থেকে ভারত বাংলাদেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করার কারণে বাংলাদেশের মানুষের মনে প্রচন্ড রকমের ভারত বিদ্বেষ তৈরি হয়েছে।
কিন্ত... ...বাকিটুকু পড়ুন
ভিসা বন্ধ করায় ভারতকে ধন্যবাদ।
ভারত ইদানীং ভিসা দিচ্ছেনা; তারা ভিসা না দিয়ে আমাদেরকে শিক্ষা দিতে চায়! তাদের করদ রাজ্য হাতছাড় হওয়া খুবই নাখোশ, এতোই নাখোশ যে মোদী মিডিয়া দিনরাত বয়ান দিচ্ছে এই দেশে... ...বাকিটুকু পড়ুন
ভারতের চিকিৎসা বয়কট এবং
ভারতের এক হাসপাতাল ঘোষণা দিয়েছে বাংলাদেশের কোন রুগিকে তারা চিকিৎসা দিবে না। কিন্তু মজার ব্যাপার হলো যে হাসপাতাল থেকে এই ঘোষণা দেয়া হয়েছে সেই হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য বাংলাদেশের... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল দেশ
চামচা পুঁজিবাদ থেকে দেশ চোরতন্ত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা মিলে চোরতন্ত্র করেছে।
সোমবার... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে তবে............
শেখ হাসিনাকে বাংলাদেশে বিচারের জন্য ভারতের কাছে ফেরত চাইতে হলে অবশ্যই বাংলাদেশকে প্রতিহিংসামূলক বিচারপদ্ধতি বাদ দিতে হবে। বিচারে শেখ হাসিনা যাতে ন্যায় বিচার পান বাংলাদেশকে আগে তা নিশ্চয়তা... ...বাকিটুকু পড়ুন