[ লেখাটার সত্যিকারের নামঃ বছরের প্রথম বৃষ্টি।
আর এটা লেখাও হয়েছিল এই বছরের প্রথম বৃষ্টির দিনেই। মনে আছে আমার, পুরো দিন বৃষ্টি হয়। তখন ইচ্ছা থাকলেও আলসেমি করে সামহোয়েরে দেয়া হয়ে ওঠে নি। পরে ভেবেছিলাম, বর্ষার প্রথম বৃষ্টির দিন দিবো। আজ বৃষ্টি হয়েছে, কিন্তু সময়টা আজকেও কেটে যাচ্ছিলো। ক্যালেন্ডারের পাতা উল্টাবার আগেই তাই কপি পেস্ট।]
গাঢ় কমলার এই ভোরে
ছাদের নিশ্চুপ কোণে দাঁড়িয়ে
বৃষ্টি ভেজা সময়গুলো
গেল পানসে হয়ে
শুধু তোমার অভাবে
টবে ফুলগুলোর চোখ লাগা রঙ
পাপড়িতে বৃষ্টির ফোঁটা
বাতাস ভরা অদ্ভূত সৌরভে
গেলো পানসে হয়ে
শুধুই তোমার অভাবে
—-
দুপুর আকাশে এখন গুড়গুড়ে কালি
খিচুড়ির সৌরভে বাতাস ভারি
হাসিমুখে চারপাশে সবাই এখন
তবু যেন মনের ভেতর শূণ্য মতন
সবার থেকে আড়াল করা একান্ত সময়
তোমার অভাবে ভরে গেছে শূন্যতায়
ভেসে চলেছি পাতার মতন
বড়ো খালি লাগে পানসে জীবন
—-
তারা ভরা আকাশটা এখন লুকিয়ে গেল
কালো মেঘগুলো সারাদিন বৃষ্টি দিলো
তবু হলো না ভেজা বৃষ্টিতে
রিমঝিম সব গেল হারিয়ে
শুধু তোমার অভাবে
কী আর হবে গান লিখে, যদি তুমি নাই থাকো
কী হবে আর সুর করে, তুমি যদি নাই শোনো
ভেজা রাত, ভরা তারা, ঠাণ্ডা বাতাস
সব গেল পানসে হয়ে
শুধুই তোমার অভাবে

পূর্বে প্রকাশিত নিজস্ব ব্লগেঃ http://wings.rizvanhasan.com/archives/577