সম্মানিত সহব্লগারবৃন্দ, শুরুতেই গ্রহণ করুন পবিত্র ঈদুল আজহা'র শুভেচ্ছা। আশাকরি সকলেই ভালো আছেন, ভালো থাকুন এটাই দু'আ করি। বিভিন্ন সময়ে ব্লগে ঘুরে যাওয়া হয়। ব্যস্ততার কারণে কিছু লিখা হয় না। অনেক সময় আপনাদের লেখায় মন্তব্যও করতে পারি না, তবে আপনাদের লেখাগুলো আমায় উপকৃত করে। আমি ব্লগ থেকে রিফ্রেশমেন্ট গ্রহণ করি। তাই এখানে আমার আসতেই হয়।
আগামীকাল আমাদের ঈদ। বাংলাদেশে ঈদ বৃহস্পতিবার। এই ঈদে অনেক ব্লগারদের মিস করছি; যাদের সাথে বিগত বছরগুলোর ঈদে কথা হয়েছে, শুভেচ্ছা বিনিময় হয়েছে। আশাবাদী, তারা আবারও ব্যস্ততা কাটিয়ে ফিরে আসবেন ব্লগে।
শ্রদ্ধাভরে স্মরণ করছি মরহুম ব্লগার আমাদের গুরুজী আবু হেনা ভাইকে। স্মরণ করছি সাংবাদিক নূর ভাইকে। স্মরণ করছি কামরুন নাহার বীথী আপু সহ আমাদেরকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাওয়া সকল সহব্লগারদেরকে। যেহেতু আমি (সৈয়দ তাজুল ইসলাম) একজন মুসলিম। তাই আমি আমার বিশ্বাসের অবস্থান থেকে তাদের আত্মার জন্য মাগফিরাত ও জান্নাতে উঁচু স্থানের দু'আ করছি। (কেউ মন্তব্যে আমীন বলবেন না, নামায পড়ে বা ভালো কোন কাজ করে তাদের কথা স্মরণ করুন!)
ও কবিতা তো রয়েগেছে। আমি কোন কবিতা টবিতা লিখি না। এই যা লিখি, সেটাকেই কবিতা নাম দিয়ে নিজেকে কবি ভাবতে আরাম পাই

ঈদ, মানুষ ও প্রাণি
এদেরকে ছেড়ে দিলে দেখবেন কেউ ফিরে আসে না।
আগামীকাল আমাদের ঈদ,
খেয়েদেয়ে ছেড়ে দিলেই দেখবেন সে চলে গেছে
উড়ন্ত পাখির মত।
আর আসবে না এই ঈদ।
আসবে সে তো নতুন কোন বর্ষের ঈদ।
ঈদ মোবারক।
২১:৫৭
২৭-০৬,২০২৩
আলেজান্দ্রিয়া, ইতালি
ছবি: ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০২৩ রাত ২:১৮