- সবিতা, বাহ! বেশ সুন্দর নামতো। কিন্তু সবিতা নামটা আপনার সাথে ঠিক মানায় না। সবিতা অর্থ তো সূর্য, আর সূর্য তো রুদ্রমূর্তিময়। সবিতা না হয়ে আপনার নাম কবিতা কিংবা চাঁদনী হলে ভালো হতো। কবিতার মতো মখমলে। চাঁদের মতো স্নিগ্ধ দীপ্তিময়।
-- ভালোই বলেছেন। কিন্তু কবিতা আমার ভালো লাগে না। কবিতার মধ্যে একটা মাদকতা আছে। কবিতা নেশা ধরিয়ে দেয়। আর চাঁদের কোন নিজস্বতা নেই। চাঁদ অন্যের আলো চুরি করে স্নিগ্ধতা বিলায়। অন্যদিকে সূর্য আপন মহিমায় ভাস্বর। সূর্য স্বকীয়। সূর্যের মধ্যে আছে একটা জ্বালাময়ী সৌন্দর্য। চাঁদকে চোখ দিয়ে চাটা যায়, কিন্তু সূর্যের দিকে চোখ তুলে তাকালে আপনার চোখ ঝলসে যাবে।
মাঝে মাঝে তব দেখা পাই (উপন্যাস)
ঘাসফুল প্রকাশনী ( স্টল নং- ১৩৭)
লিটল ম্যাগ চত্বর ( স্টল নং- ২৩)
মূল্যঃ ১৫০ টাকা ।