মুহিব বললো, এভাবে অপলক তাকিয়ে থাকলে তো আমি আপনার প্রেমে পড়ে যাবো। প্রেমে পড়লে তখন কি হবে?
সুচিত্রা সেনের উত্তর অকপট। সে বললো, কি হবে আবার? আমরা পরের স্টেশনে নেমে যাবো দু’জনে। তারপর হাতে হাত রেখে হাঁটবো আদিগন্তবিস্তৃত পথে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে কোথাও মালতীলতা গাছের নিচে বসে পড়বো। হালকা হাওয়ায় মালতীলতার শরীর দুলবে। আমরা চোখে চোখ রেখে চোখের সুধা পান করবো। হৃদয় দিয়ে হৃদয় হৃদিবো। এখন বসন্ত না হয়ে যদি বর্ষা হতো তাহলে বেশি ভালো হতো। আকাশ ফেটে বৃষ্টি নামতো রিমঝিম। কদম ফুল খোঁপায় জড়িয়ে জলভরা মাঠে নাচা যেতো। ইস! যা বাতাস। আমার চোখের সামনে থেকে এই উদ্ভট চুলগুলো একটু সরিয়ে দেবেন? থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি এখন একটা গান গাইবেন?
-- না।
-- কেনো?
-- কারণ আমি গান গাইতে পারি না।
-- আপনার কণ্ঠতো অনেক ভরাট। কবিতা আবৃত্তি করেছেন কখনো?
-- না।
-- আপনি এখন আমাকে একটা প্রেমের কবিতা আবৃত্তি করে শোনাবেন। অজিত দত্তের ‘কুসুমের মাস’ কবিতাটা পড়েছেন? এই কবিতাটার শেষের লাইন দুটো আমার ভীষন প্রিয়। লঘুপদে চলো যাই, কেহ যেন আঁখি নাহি হানে/ নিঃশ্বাসে জাগে না যেন তন্দ্রাস্তব্ধ রাতের বাতাস।
... মাঝে মাঝে তব দেখা পাই (উপন্যাস)
... অমর একুশে বইমেলা- ২০১৬
... ঘাসফুল প্রকাশনী ( স্টল নং- ১৩৭)