সম্পূর্ণ সন্ত্রাসী কায়দায় তালেবানদের এই ক্ষমতা দখলকে অন্য অনেকের মতো আমিও সাপোর্ট করিনা। কিন্তু যদি বলি ঠিক একই কায়দায় আমেরিকাও বিশ বছর আগে তালেবানকে হটিয়ে আফগানিস্তানে একটা পুতুল সরকার প্রতিষ্ঠা করেছিল, সে সরকারের বৈধতা কতখানি ছিল? এবং সেই সরকারকে এতদিন টিকিয়ে রেখেছিল কারা?
অন্যায় দিয়ে কখনো আরেকটি অন্যায়কে প্রতিরোধ করা যায় না।
তাই, কথিত শান্তি প্রতিষ্ঠার নামে দেশে দেশে গণতন্ত্রের এসব ফেরি করতে গিয়ে আমেরিকা বিশ্বব্যাপি ধর্মীয় উগ্রবাদকেই উসকে দিয়েছে। এবং এরই বিরূপ প্রতিফলন ঘটেছে আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলের মধ্য দিয়ে।
তবে অবৈধ, সন্ত্রাসি কায়দায় তালেবানদের এই ক্ষমতা দখল অসমর্থনযোগ্য হলেও বিশ্বের অন্য যেসব দেশে এখনো অনির্বাচিত, ভোটারবিহীন সরকার রয়েছে; যারা সাধারণ মানুষের কণ্ঠ রোধ করে তাদের টুটি চেপে ধরে জগদ্দল পাথরের মতো বছরের পর বছর বুকের উপর বসে রয়েছে; তালেবান কিছুটা হলেও তাদের ভিত কাঁপিয়ে দিয়েছে।
অন্যায় সব সময়ই অন্যায়, সেটা যে হাত দিয়ে কিংবা যে উপায়েই করা হোক না কেন।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২১ সকাল ১০:২৬