আমি উড়ে বেড়াই আমি ঘুরে বেড়াই
আমি সমস্ত দিনমান পথে পথে পুড়ে বেড়াই
কিন্তু আমার ভাল লাগে না যদি ঘরে ফিরে না দেখতে পাই
তুমি আছো তুমি ।
.....শঙ্খ ঘোষ
প্রায় আট/নয় বছর আগের কথা । আমার এক রিলেটিভের মাধ্যমে শঙ্খ ঘোষের 'শ্রেষ্ঠ কবিতা' বইটি হাতে পেলাম । যখন আধুনিক বিমূর্ত ধারার কবিতা সবেমাত্র আমি একটু একটু করে বোঝার চেষ্টা করছি এবং লেখারও । কিন্তু দুর্ভাগ্য যে, বইটি তিন/চার'বার পড়ার পরও এর মাত্র কয়েকটা কবিতা ছাড়া বাকী কোন কবিতা'ই আমার বোধগোম্য হলো না । আমার সেই রিলেটিভকে বললাম, আমি তো শঙ্খ ঘোষের কোন কবিতা'ই পড়ে বুঝতে পারছি না । সে বলল, শঙ্খ ঘোষ আপনি আরো পরে পইড়েন, এখন বরং সুনীলের কবিতা পড়েন, অনেকটা সহজ-সরল লেখা, পড়ে বুঝতে পারবেন ।
এরপর সত্যি সত্যি আমি নীলক্ষেতে গিয়ে প্রথমে সুনীলের 'শ্রেষ্ঠ কবিতা'র বইটি কিনে আনলাম এবং সেটি পড়ে শেষ করার পর সুনীলের কবিতা সমগ্রের ১ম ও ২য় খণ্ডও কিনে পড়লাম । কবিতার পাঠক মাত্রই এটা হয়ত স্বীকার করবে যে, সুনীলের কবিতায় বাঙালি মধ্যবিত্ত জীবনের ভাবনা, আবেগ, মানসিক টানাপোড়েন গুলো বুঝতে কারোর'ই তেমন একটা অসুবিধা হয় না ।
তবু, ঐ সময়ে সুনীলের পাশাপাশি পূর্ণেন্দ্র, শক্তি, পিনাকী ঠাকুর, আল মাহমুদসহ আরো অনেকের কবিতা পড়লেও শঙ্খ ঘোষের কবিতার প্রতি আলাদা একটা টান রয়েই গেল । কারণ, তার কবিতা পড়ে বুঝতে না পারলেও প্রতিটা কবিতা'ই পড়ার পর অন্য রকম একটা অনুভূতি আমাকে ছুঁয়ে যেত । ব্যাপারটা অনেকটা এরকম, পড়ে বুঝতে পারছি না কিন্তু ছাড়তেও পারছি না ।
তাই, কবি শঙ্খ ঘোষের 'শ্রেষ্ঠ কবিতা'র এই বইটি আমি অসংখ্যবার পড়েছি এবং এখনো মাঝে মধ্যে পড়া হয় । এ ছাড়া এই কবির অন্য কোন কবিতার বই আমার পড়ার সুযোগ হয়নি । কারণ, চাইলেই আমাদের দেশে কোলকাতার কবিদের পছন্দের কোন কবির বই পাওয়া যায় না । অবশ্য আমারও আর সেভাবে চেষ্টা করা হয়নি শঙ্খ ঘোষের অন্য কোন কবিতার বই সংগ্রহ করার । যেমনটা ২০১৫ সালে প্রথমাতে কোলকাতার পিনাকী ঠাকুরের কবিতা সমগ্র অর্ডার করার তিন মাস পরও না পাওয়ার কারণে অবশেষে আমার আরেকজন রিলেটিভকে দিয়ে কোলকাতা থেকে সংগ্রহ করেছিলাম ।
ভবিষতে আরো অখণ্ড অবসর পেলে সদ্য প্রয়াত কবি শঙ্খ ঘোষের অন্যান্য কবিতার বইও সংগ্রহ করার নিশ্চয় চেষ্টা করব এবং পড়ব । কবিরা তো এত সহজে মরে না, তারা যুগ যুগ ধরে বেঁচে থাকে তাদের প্রকাশিত কবিতায়, চিন্তায়, চেতনায় । কবি শঙ্খ ঘোষও বেঁচে থাকবে তার কবিতায় ।
বিদায় বেলায় তার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা ।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৬