একজন উঠতি ধনী দামি পাথর বসানো স্বর্ণের আংটি পরে গেছে মাছের বাজারে । গিয়ে তার আংটি পরা আঙ্গুলটি উঁচিয়ে ধরে একজন মাছওয়ালাকে বলল, এই তোর মাছের দম কত ?
মাছওয়ালা লোকটা বেশ চালাক-চতুর একজন মানুষ ছিল । সেও চট করে ধরে ফেলল এই ব্যাটা আসলে মাছ কেনার বদলে আঙ্গুল উঁচিয়ে তার দামি আংটি প্রদর্শন করছে ।
তো মাছওয়ালা আবার কিছুদিন আগে তার মুখে একটা স্বর্ণের দাঁত লাগিয়ে এনেছিল । তাই, তৎক্ষনাৎ সে চিন্তা করল, দাঁড়া আমিও তোরে স্বর্ণ দেখাচ্ছি । সে মুখটা উঁচু করে ঠোঁট কেলিয়ে তার স্বর্ণের দাঁত দেখিয়ে বলল, আশি টাকা ।
বেচারা উঠতি ধনী ব্যক্তিটি এবার একটু লজ্জায় পড়ে গেল । তার এত দামি একটা আংটি আর সামান্য একজন মাছওয়ালা কিনা পাত্তই দিল না, বরং সে তার দাঁত কেলিয়ে স্বর্ণ দেখাল ?
চেতনার এই উঠতি বাজারে হঠাৎ চেতনা একটু মার খেলে কষ্ট লাগার'ই কথা
ওটা কিছু না !
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৫৪