১)
অবসরেরও একটা সীমা আছে; সেটা অতিক্রম করলে নিজেকে কয়েদি মনে হয় ।
২)
জীবনে সব চেয়ে মূল্যবান হলো সময়; মৃত্যুর ঘন্টা না বাজলে সেটা উপলব্ধি করা যায় না ।
৩)
ভরা পেটেও কেন এতো রক্তের পিপাসা ?
ওরা তো মেহনতি মানুষ, তবু
কেন ওদের রক্ত খাওয়া ?
৪)
চুমকি চলেছে একা পথে
সংগী হলে দোষ কি তাতে...
ছোটবেলায় রেডিওতে এই গানটি খুব শুনেছি। তখনো জানতাম না শিল্পী খুরশীদ আলমের গাওয়া এ গানটিতে ঠোঁট মিলিয়েছিল নায়ক ওয়াসীম।
অনেক বছর পর ইউটিউবে গানটির ভিডিও দেখে খুব অবাক হয়েছিলাম এই ভেবে যে, সেই সত্তরের দশকেও আমাদের দেশের চলচিত্রে এমন চমৎকার হ্যান্ডসাম একজন নায়ক ছিল।
ইনিও আজ পরলোকগত হলেন। প্রতিদিনই যেন লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল...
আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:১৯