খুব দ্রুত বেগে হেঁটে যাচ্ছিল হেকমত আলী, পুলিশ তাকে বাঁধা দিয়ে বলল - বাইরে কেন বের হইছিস ?
- শুকনামরিচ কেনার জইন্যে
- বাসায় কাঁচামরিচ নাই ?
- জ্বে, আছে
- তাহলে লকডাউনের মধ্যে কেন রাস্তায় বের হইলি ?
- স্যার (কাঁচুমাচু করে), আমার বউয়ের মুখে পাঁচ দিন হইল খাওয়ার কোন রুচি নাই । ও শুকনামরিচ দিয়া খুব ঝাল কইরা শুটকি ভর্তা খাইতে চাইছিল
- গতকাল কেন এনে রাখলি না ?
- বউ আমার সকাল বেলায় কইছে স্যার
- সব মিথ্যে কথা, সত্য বল, তা না হলে জরিমানা করব
- আমি হাচাই কইছি স্যার
এরমধ্যে হঠাৎ আরেকজন পুলিশ সদস্য অনেকটা চড়া গলায় বলল - এই ব্যাটা, মুভমেন্ট পাস দেখা, দেখা বলছি ?
একথা শুনে হেকমত আলী ঠিক বুঝে উঠতে পারল না হেইডা আবার কি জিনিস, সেতো বাবার জনমেও এরকম কিছুর নাম শোনেনি । তাই, পুলিশ সদস্যের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল আর ভাবতে লাগল - পাঁচ দিন ধরে বউ আমার কিছু খাইতে পারেনা, ওর করোনা হয়নি তো !
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫২