এখন বাড়িওয়ালারা যদি বলে- কোন লাভ নাই, বাসা খালি রাখব তবু এক মাসের ভাড়া মৌকুফ করব না ।
কেন করবে ?
গত বছরও এরকমটা শুনেছিলাম অমুক মন্ত্রী বাড়িওয়ালাদেরকে নির্দেশ নিয়েছে, তারা যেন ভাড়াটিয়াদের দুই মাসের বাড়িভাড়া মৌকুফ করে দেয় । পরে এসব নিউজের কোন সত্যতা পাওয়া যায়নি ।
অবশেষে তিন মাস পর ব্যাচেলর ভাড়াটিয়া গ্রাম থেকে ফিরে এসে দেখেছে বাড়িওয়ালা তার ঘরের সব আসবাবপত্র বিক্রি করে দিয়ে ভাড়া না পাওয়ার জ্বালা মিটিয়ে সে ঘরে নতুন ভাড়াটিয়া উঠিয়েছে । আর তার সারা জীবনের অর্জিত সাধের সার্টিফিকেটগুলো ময়লার ঝুড়ি থেকে চলে গেছে সিটি করপোরেশনের গাড়িতে ।
সেতো আর ঢাকা শহর ও তার আশেপাশের সব ময়লাপট্টিতে খুঁজে তার সাধের সার্টিফিকেটক গুলোকে ফিরে পাবে না: তাই কেঁদে-কেটে কোন এক অভাগা মিডিয়ার ক্যামেরার সামনে সে কথা বলেছিল ।
গতকাল পত্রিকায় দেখলাম 'ভাড়াটিয়া পরিষদ' নামের একটি সংগঠন এক মাসের বাড়িভাড়া মৌকুফ করার জন্য সরকার ও বাড়িওয়ালাদের প্রতি আহবান জানিয়েছে । এখন তারা মানবিক বিবেচনায় এটা বুঝলে তো বুঝপাতা আর না বুঝলে কিন্তু একেবারে তেজপাতা !
তাই ব্যাচেলর ভাইদের বলছি, গ্রামে যাওনের সময় আপনাদের সোনালি অর্জণটুকু মানে সার্টিফিকেট গুলোকে অন্তত যেন বগলদাবা করে নিয়া যাইয়েন ।
তা না হলে শেষে কিন্তু কেঁদে-কেটে চোখের জলে নাকের জলে করেও কোন উপায় থাকবে না; অভাগা মিডিয়াকেও তখন খুঁজে পাওয়া যাবে না আপনার আর্তনাদকে ফোকাস করার জন্য ।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৬