
চির নবান্ন কি অহেতুক মনস্তাপ
নাকি স্বপ্ন গুলো পুড়ে পুড়ে হয়ে যাওয়া খাঁটি
তারপর বাসন-কোসনের টুং-টাং
বলি আকাশ কি মেঘে ভেসে যায় স্বর্গপুরে?
মশাদের উৎপাতে এরোসলের গন্ধ
বিবমিষার মতো গলা বেয়ে গরল নামে
মানুষ কি মশা হতেও ক্ষুদ্র?
নাকি চিন্তাই ঠেলে দেয় মনন মশার দিকে?
আর কত স্তন খামচে হয়ে উঠবে পুরুষ?
শিশুকাল হতে শেষ যৌবন,
তোমার নখে আদ্র হয় আর ঘেমে উঠে
তারপর নিশব্দে মশাদের মতোই
বিদ্ধ করে খেয়ে নাও গর্হিত রক্ত!
মানুষ আজ মশা হতে হতে হতে
চলে যায়,
ঠিক আমার মতো
প্রিয় আবাসন ছেড়ে...
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১০ রাত ৩:১৮