

চার বন্ধু। নিজামী, সাঈদী, মুজাহিদ আর গোলাম আজম। একদিন ঠিক করলো তাঁদের সব টাকা এক সাথে করে এক ব্যাংকে জমা রাখবে। ধরি ব্যাংকের নাম "বাংলাদেশ এছলামী ব্যাংক"। ব্যাংকটির বৈশিষ্ট্য হলো::: প্রতি মাসে জমা টাকার পরিমান দ্বিগুন হয়ে যায়।
২য় মাসে নিজামী ১০০ টাকা তুললো।
৩য় মাসে সাঈদী ১০০ টাকা তুললো।
৪র্থ মাসে মুজাহিদ ১০০ টাকা তুললো।
৫ম মাসে গোলাম আজম ১০০ টাকা তুলে নিয়ে বিদেশে ভেগে গেলো।
কারণ, ব্যাংকের একাউন্ট শুন্য হয়ে পড়েছে।
প্রশ্নটি হলো, প্রথম মাসে চার বন্ধু মিলে ব্যাংকে কতো টাকা জমা করেছিলো?
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১০ রাত ৩:১৯