
"নিয়ন আলোয় স্বাগতম" এলবামের কনকদা আর কার্তিকদার যুগলবন্দীর এক অনুপম নিদর্শন এই গানটি। প্রথম যখন শুনেছিলাম, গায়ে কাঁটা দিয়ে উঠেছিলো। বন্ধুত্বের এক আকুল আহ্বান যেন রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে।
গানটির লিরিক্স-
তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাকো, একটু বসিয়া থাকো।
আমি মেঘের দলে আছি
আমি ঘাসের দলে আছি
তুমিও থাকো বন্ধু হে
বসিয়া থাকো, একটু বসিয়া থাকো।
রোদের মধ্যে রোদ হয়ে যাই
জলের মধ্যে জল
বুকের মধ্যে বন্ধু একটা নিশুন্য অঞ্চল
তুমি আমার পাশে...
আমি পাতার দলে আছি
আমি ডানার দলে আছি
তুমিও থাকো বন্ধু হে
বসিয়া থাকো, একটু বসিয়া থাকো।
মেঘের মধ্যে মেঘ হয়ে যাই
ঘাসের মধ্যে ঘাস
বুকের মধ্যে হলুদ একটা পাতার দীর্ঘশ্বাস
তুমি আমার পাশে...
ইউটিউবের কল্যানে দেখি এই গানটি-
গানটির এমপিথ্রি ডাউনলোড লিংক-
Click This Link
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১০ রাত ৩:১৯