
মনটা খুবই খারাপ। খুবই কষ্ট হচ্ছে। গতরাতে তোমাকে স্বপ্নে দেখার পর থেকে তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে। কিন্তু কি করবো? ইচ্ছে করলেইতো আর সবসময় সবকিছু হয় না। বাস্তব বড়ই কঠিন।
সেই দিন গুলোর কথা একবার ভাবো। সেই দিন গুলো কত ভালো ছিলো। কথা না হোক, দিনে অন্ততঃ একবার দেখা হতো। আর এখন ঘন্টা যায়, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায় শুধু প্রতীক্ষায়। খুব কষ্ট হয়। তবে হ্যাঁ, পড়াশুনা ফাঁকি দিয়ে কিন্তু তোমার আমার কথা ভাবা চলবে না। বুঝতে পেরেছেন? এটা আমার আদেশ।
তুমি কি আমার উপর খুবই রেগে আছো? Sorry. এই যে কান ধরছি।Please, এখন রাগটা একটু কমাও। আমি বুঝতে পেরেছি কেন রেগে আছো। নাকি খুব কষ্ট পেয়েছো? আমি যে আসলে একটা কি তা আমি নিজেই বুঝতে পারিনা। মাঝে মাঝে তোমাকে খুব কষ্ট দেই, তাইনা? পরে যে নিজে বেশী কষ্ট পাবো এটা ঠিক তখন বুঝতে পারিনা। আমার উপর রাগ করোনা।
জানো, যে বান্ধবীটার কথা তোমাকে বলেছিলাম সেও পেয়েছে তোমার মতো এক ফাজিলকে। আর ঐ দুই ফাজিলের সাথে দেখা হলেই কি বলে জানো? দেখা হলেই শুরু করবে, "একি বাঁধনে বলো বেঁধেছো আমায়... কিরে, কোন বাঁধনে বেঁধেছে তোরে?" এবার তুমি বলতো, কোন বাঁধনে আমায় বেঁধেছ?
আসলের চেয়ে সুদের মজা বেশী। কি ব্যাপার? সেই সুদের সাথেই কোন যোগাযোগ নেই! ও আসলে খুবই কষ্ট পেয়েছে। সেদিনতো খুব দুঃখ করেই বললো, আমি ভেবেছিলাম যে অন্য কেউ যোগাযোগ না করলেও অন্ততঃ ভাইয়া যোগাযোগ রাখবে। কিন্তু না। সবাই নিজেকে নিয়ে খুবই ব্যাস্ত। তাই বলি তুমি মাঝে মাঝে ওর সাথে একটু যোগাযোগ রেখো। তবে হ্যাঁ, আমি যে তোমাকে এগুলো বলেছি তা কিন্তু বলো না। বললে আমার খবর আছে!
তারপর বলো পড়াশোনা কেমন চলছে? নিশ্চয়ই ভালো। শোন, ক্লান্ত যতোই হও, এ বুকে আশ্রয় তোমার জন্য সবসময়। তবে স্পৃহা হারালে চলবে না, মনে রেখো সবসময় অনুপ্রেরণা জোগানোর জন্য আমার ভালোবাসা তোমার সাথেই আছে। মনেরেখো, তোমাকে পারতেই হবে।
শোন, নিয়মিত ক্লাস+পড়াশোনা করবে, ঠিকমতো খাওয়া দাওয়া করবে, কোন টেনশন করবে না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে। আর আমার জন্য ভালো থাকবে সবসময় এক অফুরন্ত ভালোবাসা নিয়ে। আবারো ভালোবাসার প্রতীক্ষায়...
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১০ রাত ৩:১৯