
গেন্জি কমপ্লিট। লাগলে শ্রীমান ভাইরে আওয়াজ দিতে পারেন।
আসুন দেখি গেন্জি তৈরীর সময়ের কিছু ছবি-

সাধারনত কাটপিস ফেব্রিক্সের উপর করা হয় প্রিন্ট। অন্য একটি গেন্জি প্রোডাকশনের ছবি। আমাদের অনভিজ্ঞতার হেতু পুরো তৈরী গেন্জি নিয়েই হাজির হয়েছিলাম ফ্যাক্টরীতে।

ঐ ফ্যাক্টরীর জি এম আমার দোস্ত মানুষ, সাধারনত কয়েক হাজার গেন্জির অর্ডার না হলে প্রিন্ট করা হয়না। দুস্ত বলে মাত্র ১৫০ গেন্জির প্রিন্ট করাইতে পারছি। ছবিতে সে নিজেই গেন্জি ঠিক করছে প্রিন্ট করানোর জন্য।

আস্ত গেন্জির উপর প্রিন্ট করাটা খুব টাফ, গেন্জির ভেতর বোর্ডের মতো ঢুকিয়ে প্রিন্ট করানো হলো।

চারটি রং-এ রাঙিয়ে দিলাম...

হয়ে গেছে ঘুড্ডি, শেকলের কাজ চলছে... একটা করে লেয়ার প্রিন্ট করা হয় আর শুকাতে হয়...

তাড়াতাড়ি, তাড়াতাড়ি, যেতে হবে যশোর! বেজে গেছে রাত ১২টা ত্রিশ!
কয়েকদিনের প্রচেষ্টা হলো সফল। আমি, ব্লগার শ্রীমান, হুনার মন্দ, গ্রাফিক্স ওয়ার্ল্ড সবাই মিলে শুরু করলাম একটি পথচলার। আশাকরি সবাই সাথেই থাকবেন।
১। জহুরুল হক হল, রুম নং- ৩৭৭, ব্লগার মাশরুর এর কাছে, মোবাইল নং-০১৭১২-৫০১০২০।
২। ডঃ রশিদ হল, রুম নং-২০০৫, বুয়েট এর ব্যাধ (ব্লগার) এর কাছে, মোবাইল নং-০১৭১৪-১৩৮৪৭৯।
৩। মোঃপুর শাহি মসজিদ এর কাছে, ব্লগার এক জন নাম প্রকাশে অনিচ্ছুক, মোবাইল নং- ০১৯১১-৯১৪৯২০।
৪। মহাখালী থেকে স্বপ্নকথক এর মাধ্যমে, মোবাইল নং-০১৯১৩-২২১৪৪৮।
৫। গাজিপুর থেকে ব্লগার গ্রাফিক্স ওয়ার্ল্ড এর মাধ্যমে, মোবাইল নং- ০১৭১৩-১৭৫৪৩৩।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১০ রাত ৩:২২