somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড. অনুপম: অনিরাপত্তার এই চক্র থামবে কোথায়?

৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ড. অনুপম হীরা মণ্ডল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। নিজের ক্যাম্পাসেই নিদারুণ ফর্মে থাকা ছাত্রলীগ নেতার হাতে একদিন আগে মার খেয়েছেন। শিক্ষকরা ধর্মঘটী হতে চেয়েছিলেন। কিন্তু কী এক অজ্ঞাত কারণে প্রতিবাদের সেই পথ থেকে তারা সরে এসেছেন। বিশ্ববিদ্যালয়ে যথারীতি ক্লাশ হয়েছে। ছাত্রের মার হজম করে অনুপম ক্লাশ নিয়েছেন কি না আমরা জানি না। হয়তো নেবেন। আজ না নিলেও কাল, পরশু, তরশু- নিতে তো হবে। তাঁর কর্তব্য তিনি পালন করবেন। আর অপেক্ষা করবেন আবার কোনো একদিন ফর্মে থাকা কোন ছাত্র সংগঠনের নেতা আবার তাকে চপেটাঘাত করেন।

অনুপম হীরা মণ্ডলের জীবনে ক্যাম্পাসে ছাত্রনেতাদের হাতে মার খাওয়ার এটি দ্বিতীয় ঘটনা। প্রথমটি যখন ঘটে, তখন তিনি শিক্ষক ছিলেন না। তিনি তখন ছাত্র। সম্ভবত ২০০২ সালের ঘটনা। সরকারে আসীন থাকায় সেই সময়ের ইন-ফর্ম সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ক্যাডারদের হাতে তার মধ্যযুগীর নির্যাতনের শিকার হবার খবরটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়ছিলো। অনুপমকে ঘরে আটকে রেখে পেটানো হয়েছিলো। কী অপরাধ যে ছিলো তার জানা যায় নি।

ব্যক্তিগতভাবে অনুপমকে আমরা ছাত্র অবস্থাতেই চিনতাম। পড়াশোনায় আমার এক বছরের জ্যেষ্ঠ ছিলেন। পরিচয় হয়েছিলো ছাত্র ফেডারেশনের পাঠচক্রে। এরপর ঘনিষ্ঠতা হয় জামিউল আহসান সিপুর মাধ্যমে। সিপু তখন জনকণ্ঠের রাবি প্রতিনিধি ছিলেন। পড়তেন অনুপমের বিভাগেই। নিরীহ-গোবেচারা আচরণ আর কথাবার্তার কারণে আড়ালে তাকে নিয়ে কম হাসাহাসি করেছি, তা নয়। সেই অনুপমকে একদিন শিবির এমন ঠ্যাঙানি দেবে- ভাবতেও পারি নি। ছাত্র অনুপম ঠ্যাঙানি খাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের 'প্রগতিশীল' মানুষগুলোর বক্র্তৃতার সবচে বড় অস্ত্র! পারলে তারা বিবৃতিতে ভাসিয়ে দেন অনুপমকে। ভেসে তিনি প্রায় চলেই গিয়েছিলেন। না, বিবৃতির ঠেলায় নয়, ঠ্যাঙারেদের হুমকিতে। যদ্দূর মনে পড়ে, অনুপমের জন্য ক্যাম্পাস অনিরাপদ হয়ে উঠেছিলো। দীর্ঘদিন তাকে ক্যাম্পাস ছাড়া হয়ে থাকতে হয়।

ছাত্র অনুপমের মার খাওয়া চক্রের সেই সূচনা। এরপর জীবনচক্রে মাস্টারি করছেন এবং এখানেও শিক্ষক অনুপম ছাত্রলীগ ক্যাডার এমদাদের হাতে মার খেয়ে তার চক্রের রেখায় আরো একটি বিন্দু যোগ করে নিলেন! অনিরাপদ ছাত্র আর শিক্ষক জীবন চক্রের কী চমৎকার দৃষ্টান্ত আমাদের অনুপম!

বিশ্ববিদ্যালয় প্রশাসন, আরো নির্দিষ্ট করে বললে লটবহর সমেত প্রক্টরিয়াল বডির সদস্যরা এখন কী করছেন? পান থেকে চুন খসলেই যারা শিক্ষার্থীদের কলার ধরে টানা হেঁচরা করছেন, ছাত্রত্ব বাতিলের হুমকি পর্যন্ত দিচ্ছেন, তাদের ভূমিকা এখানে কোথায়? না, তারা ভূমিকা পালন করেছেন; অস্বাভাবিক দ্রুততায় একজন সহকারী প্রক্টর ঘটনার দিনই 'শিক্ষকের পাশে দাঁড়ানোর অপরাধে' আন্দোলনকারী এক ছাত্রের কলার ধরে নিজের পৌরুষ জাহির করেছেন। কী চমৎকার নিরাপত্তার নমুনা! সন্ধ্যা না হতেই খাঁচায় ছাত্রীরা আবদ্ধ হচ্ছেন কি না তা নিশ্চিত করতে তাদের যে তোড়জোড় তার কানাকড়িও কি ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা ব্যয় করছেন?

তারা তা করবেন- এমন আশা অনেকেই করেন না। কারণ সরকারি দলের চামুচ হিসেবে পরিচিতি পেতে যাদের চেষ্টার অন্ত নেই, তাদের কাছ থেকে এই আশা বাতুলতা।

গতকালের ঘটনার পর থেকে ক্যাম্পাসের কিছু পুরনো কলের গান আবার চালু হয়েছে। তারা গাইছেন: ছাত্ররাজনীতিটাই যতো নষ্টের গোড়া। এটাকেই বন্ধ করে দেওয়া উচিত! নানা উসিলায় ছাত্র রাজনীতি বন্ধের নামে যারা রাজনৈতিক চেতনাকেই বিকশিত হবার পথে দেয়াল হয়ে দাঁড়ান তাদের অনেককেই আমরা চিনি ও জানি। ঈদ সামনে রেখে বিশেষ একটি ছাত্র সংগঠনকে ঈদ উপহার হিসেবে নগদ নারায়ণ সমর্পণ করে তারাই তৃপ্তির ঢেঁকুর তুলেছেন। অথচ তারাই ক্যাম্পাসে ছাত্রদের ন্যায্য দাবি নিয়ে গড়ে ওঠা আন্দোলনকে নোংরা ছাত্ররাজনীতি হিসেবে চিহ্নিত করেছেন। তাদের কি আমরা চিহ্নিত করছি না কি তাদের পেছনের প্রগতিশীলতার ছাপ্পরটার জোরে তাদের কথাকেই বেদবাক্যসম ধরে মাথায় তুলে নাচছি। এমদাদের মতো কথিত নেতাদের অপকর্মের দায় তো তারা এড়াতে পারেন না। শিক্ষার্থী-শিক্ষকদের নিরাপত্তাহীন করে ফেলার অভিযোগ তো তারা খণ্ডাতে পারেন না।

ছাত্র রাজনীতি নষ্ট হয়ে গেছে বলে যে গোড়া আমরা কাটতে চাইছি, সেই একই অভিযোগে তো প্রশাসনের গোড়াটাও কেটে ফেলার কথা ওঠা উচিত। দলীয় আনুগত্যের যে বিবেচনায় খবরদারি করার শক্তি বন্টন হয়, তার শেকড়েই তো যতো গলদ। সেটাকে চিহ্নিত করে না উপড়ে ফেললে ড. অনুপমদের জীবনচক্রে এমন কতো বিন্দু যে পূর্ণতা দেবে, তার হিসাব কষেও শেষ করা যাবে না।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা একটা কঠিন সময় পার করছি....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে মার্চ, ২০২৫ দুপুর ২:৫১

আমরা একটা কঠিন সময় পার করছি....

বিএনপি জানে তাদের মূল প্রতিপক্ষ কারা.....
ছাত্রসমন্বয়করা জানে রাজনীতিতে তাদের দৌড় কতদূর...

তারেক রহমানের যখন দেশে ফেরার সময় ঘনিয়ে আসছে তখনই হাসনাত গং নানান কাহিনী শুরু... ...বাকিটুকু পড়ুন

২০৫০ সালে বিশ্বের বিভিন্ন ধর্মের অনুসারীদের সংখ্যা সংক্রান্ত পূর্বাভাস

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ২২ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:৫৮

পিউ রিসার্চের ২০১৫ সালের একটা জরীপের ফলাফল নিয়ে এই পোস্ট দিলাম। পিউ রিসার্চ একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সামাজিক জরীপ এবং গবেষণা সংস্থা। এই জরীপের বিষয় ছিল, ২০৫০ সালে বিশ্বের বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

শ্বেতশুভ্র সোর্ড লিলি

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২২ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:৩৪



সোর্ড লিলি বা মেক্সিকান সোর্ড লিলির নামের সাথে লিলি থাকলেও এটি আসলে লিলি বা লিলি পরিবারের কোনো ফুল নয়। কিভাবে কিভাবে যেনো এর নামের সাথে লিলি জুড়ে গেছে। এতো... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে প্রধান উপদেষ্টার পদত্যাগ কেন দাবী করলো না এনসিপি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে মার্চ, ২০২৫ রাত ১১:৩৫


বাংলাদেশের রাজনীতির মঞ্চে আওয়ামী লীগ দলটি এখন ফুটবলের মতো ব্যবহৃত হচ্ছে। আওয়ামী লীগ কে নিষিদ্ধ না পুনর্বাসন ইস্যুতে বড়ো ছোটো সকল রাজনৈতিক দলের মধ্যে বিভক্তি দেখা যাচ্ছে। নবগঠিত রাজনৈতিক দল... ...বাকিটুকু পড়ুন

"মিস্টার মাওলা"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে মার্চ, ২০২৫ ভোর ৫:০৯


বিটিভিতে খুব সম্ভবত আগে একটি বাংলা ছবি প্রচার করা হতো , নাম 'মিস্টার মাওলা'। নায়ক রাজ রাজ্জাক, অভিনিত ছবির সার-সংক্ষেপ কিছুটা এমন: গ্রামের বোকাসোকা, নির্বোধ ছেলে মাওলা‌। মাকে হারিয়ে শহরে... ...বাকিটুকু পড়ুন

×