এই বুকে জগত সংসার।
মেঘের আশিস ধোয়া ঊর্বশী জমিন চষে
এই বুকে ফলে তরতাজা সোনা।
উরুর নিভাঁজ ভেঙে পাতকের সন্ত্রাসী ওরসে
এই বুকে জন্ম নেয় কৃতজ্ঞ মীরজাফর
একজন তীতুমীরের দুচোখ খেয়ে
এই বুকে উলঙ্গ বিচ্ছিন্ন নাচে ভিনদেশী শৃগাল।
পশ্চিমের দিকভাল থেকে উড়ে আসে কালো মেঘ
উন্মত্ত কালবোশেখী সাধের বাংলো ভেঙে নিয়ে যায়
শোষকের পীড়িত সর্বস্ব সয়ে এই বুকে জন্ম নেয় তরতাজা প্রাণ
ত্রিশ লক্ষ দেহের তরল নিংড়ে পূবের ঐ আকাশে ভেসে ওঠে কাঙ্ক্ষিত সুরুজ।
কিশোরী লতার দেহের শেকলে বাঁধা
এই বুকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকে ফলবান গাছ
সর্পিল আক্রোশে এখানেই বয়ে যায় কীর্তিনাশা স্রোত।
দরদী মায়ের মতো এই নিশ্চুপ-নিঝুম
আবার অত্যাচারীর সলিল সমাধির জন্যে
এ বুকেই ওঠে হঠাৎ জোয়ার!
ফেব্রুয়ারি, ১৯৮৭
১. ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৫ ০
আরও ভালো লিখে চলুন । শুভকামনা নিরন্তর