রেইনডিয়ার মসে
তোমার চেরির মত লাল রঙের জামা,
আর আমার ভেতর, ঢেউয়ের মত উড়ছে রাজহাঁস,
হাঁসের বাড়িঘর,
রাত আর দিন উদাস হয়ে রয়
যেভাবে ইশকুল বন্ধ, হলে বৃষ্টি,
আর প্রিয়তম মানুষ হরিণীর মত প্রায়,
কাছে এসে, হাঁপায়..!
একসময় ভেসে চল ফেনায় ফেনায় যাতে লোহায় লোহায় জং ধরে যেভাবে ঠিক তেমন সুরেই আমরা গান গাইতে থাকি বুড়ো সমুদ্রের... বাকিটুকু পড়ুন
